Duleep Trophy: ১৭ কেজি ওজন ঝরিয়েই স্কোয়াডে সরফরাজ, রয়েছেন শ্রেয়স; পৃথ্বী ব্রাত্যই
Duleep Trophy 2025: শুধু পারফরম্যান্সই যে শেষ কথা নয়, উপলব্ধি করতে পেরেছিলেন সরফরাজ। ফিটনেসেও জোর দিয়েছিলেন। মাত্র দু-মাসেই কমিয়েছেন ১৭ কেজি। ঘরোয়া ক্রিকেটে এ বার ভালো পারফরম্যান্সের অপেক্ষা।

ইংল্যান্ড সফরে সুযোগ পাননি। অথচ মনে করা হয়েছিল, রোহিত-বিরাটের টেস্ট থেকে অবসরে জায়গা পাকা হবে সরফরাজ খানের। সুযোগের প্রত্যাশা ছিল শ্রেয়স আইয়ারেরও। কিন্তু দু-জনের কেউই সুযোগ পাননি। শ্রেয়সের ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছিল, তাঁকে শুধু ওয়ান ডে-র জন্য ভাবা হচ্ছে। সরফরাজের ক্ষেত্রে বলা হয়েছিল, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করলে সুযোগ আসবেই। তবে শুধু পারফরম্যান্সই যে শেষ কথা নয়, উপলব্ধি করতে পেরেছিলেন সরফরাজ। ফিটনেসেও জোর দিয়েছিলেন। মাত্র দু-মাসেই কমিয়েছেন ১৭ কেজি। ঘরোয়া ক্রিকেটে এ বার ভালো পারফরম্যান্সের অপেক্ষা।
দলীপ ট্রফির ওয়েস্ট জোনের স্কোয়াড ঘোষণা হয়েছে। স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সরফরাজ খান। রয়েছেন শ্রেয়স আইয়ারও। ওয়েস্ট জোনকে নেতৃত্ব দেবেন শার্দূল ঠাকুর। টিমে যথারীতি সুযোগ পেয়েছেন মুম্বই তথা ভারতীয় দলের ওপেনার যশস্বী জয়সওয়াল। মহারাষ্ট্র থেকে সুযোগ পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। যদিও চেতেশ্বর পূজারা কিংবা অজিঙ্ক রাহানেরা সুযোগ পাননি। এর থেকেই পরিষ্কার, নতুন প্রজন্মের দিকেই নজর।
একই ভাবে ওয়েটিং লিস্টে থাকতে হচ্ছে পৃথ্বী শ-কেও। গত বছর মুম্বইয়ের রঞ্জি স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন পৃথ্বী। এ বছর মুম্বই ছেড়ে মহারাষ্ট্রে যোগ দিয়েছেন। রঞ্জিতে ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে খেলবেন। তবে দলীপে সুযোগ মিলল না।
ওয়েস্ট জোনের স্কোয়াড-শার্দূল ঠাকুর, যশস্বী জয়সওয়াল, আর্য দেশাই, হার্ভিক দেশাই, শ্রেয়স আইয়ার, সরফরাজ খান, ঋতুরাজ গায়কোয়াড়, জয়মীত প্যাটেল, মনন হিংরাজিয়া, সৌরভ নাবালে, শামস মুলানি, তনুষ কোটিয়ান, ধর্মেন্দ্র সিং জাডেজা, অর্জন নাগসওয়ালা।
