Eden Gardens: ঢেলে সাজানো হবে ইডেন গার্ডেন্স

নতুনভাবে ঢেলে সাজানো হবে ইডেন গার্ডেন্স (Eden Gardens)। দর্শক সংখ্যা বাড়াতে ইডেনে আরও দুটো নতুন স্ট্যান্ড তৈরি হবে।

Eden Gardens: ঢেলে সাজানো হবে ইডেন গার্ডেন্স
ইডেন গার্ডেন্স Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 01, 2022 | 8:46 AM

কলকাতা: নতুনভাবে ঢেলে সাজানো হবে ইডেন গার্ডেন্স (Eden Gardens)। দর্শক সংখ্যা বাড়াতে ইডেনে আরও দুটো নতুন স্ট্যান্ড তৈরি হবে। তবে এখনই হয়তো স্ট্যান্ড তৈরি হবে না। কারণ সামনের বছরই দেশের মাঠে বিশ্বকাপ। তবে আপাতত ক্লাব হাউজের লোয়ার টিয়ারের কাজ চলছে। ওখানকার আসনগুলো পাল্টে নতুন ভাবে করা হবে। আইপিএলের আগে সেই কাজ শেষ করা না গেলেও, তার পর বাকি কাজে হাত দেবে সিএবি। ক্লাব হাউজ ছাড়া বাকি স্ট্যান্ডগুলোর ছাদও তৈরি হবে অত্যাধুনিক ক্যানোপি ডিজাইনে।

সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, ‘ইডেনের সংস্কারের জন্য আমরা টেন্ডার ডাকব। নতুন স্ট্রাকচার তৈরির জন্য ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে এগবো। পুরো কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে তা জিজ্ঞাসা করেই সেই মতো এগবো। যদি দেখি বিশ্বকাপের আগে শেষ করা যাবে না, তাহলে বিশ্বকাপের পরই কাজে হাত দেব।’ এছাড়া ফ্লাডলাইটের কাজেও হাত দেওয়া হবে। এলইডি বাল্বের আলোয় আলোকিত হবে ক্রিকেটের নন্দনকানন। ইডেনের বাইরেও স্টেডিয়াম জুড়ে নতুন ভাবে আলোর কাজ শুরু হবে। এ ছাড়া অত্যাধুনিক সাউন্ড সিস্টেমের ব্যবস্থাও থাকবে নবনির্মিত ইডেন জুড়ে। ড্রেসিংরুম, ভিভিআইপি বক্স থেকে প্রেস বক্স সবই সাজানো হবে নতুন ভাবে। সব কিছুই এখন পরিকল্পনার স্তরে রয়েছে।

এ দিকে এ বারের প্রথম ডিভিশনের সেমিফাইনাল আর ফাইনাল হতে পারে রাজ্যের বাইরে। কোভিডের কারণে দেরিতে শুরু হয়েছে স্থানীয় লিগ। ফলে লিগ শেষ করতে অনেকটা দেরি হয়ে যাবে। বর্ষাও একটা ফ্যাক্টর হবে সেক্ষেত্রে। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, ‘জেসি মুখার্জি, এনসি চ্যাটার্জি এবং ওয়ানডে টুর্নামেন্টগুলো আগেই শেষ করার টার্গেট রয়েছে। শুধুমাত্র প্রথম ডিভিশনের সেমিফাইনাল আর ফাইনাল রাজ্যের বাইরে হতে পারে। সে ক্ষেত্রে দক্ষিণ ভারতই আমাদের পছন্দ। তামিলনাড়ু, কেরল, কর্ণাটক বা পুদুচেরি কোথাও একটা হতে পারে সেমিফাইনাল আর ফাইনাল।’

বাংলার ক্রিকেটের জন্য সুখবর, যাদবপুর, কল্যাণীর পর এ বার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাছ থেকেও জমি পেল সিএবি। সেখানে গড়ে তোলা হবে একটা ক্রিকেট অ্যাকাডেমি। যার নাম দেওয়া হবে উত্তরবঙ্গ ক্রিকেট অ্যাকাডেমি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের জমিও পেয়েছে সিএবি। সেখানেও তৈরি করা হবে অ্যাকাডেমি। থাকবে দুটো ফুল সাইজ ক্রিকেট মাঠও।

রঞ্জিতে কোয়ার্টার ফাইনালে বাংলার প্রতিপক্ষ ঝাড়খন্ড। তার আগে কর্ণাটকের বিরুদ্ধে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলা।

আরও পড়ুন: Virat Kohli: রানে ফিরলেন কোহলি, গ্যালারিতে উচ্ছ্বসিত অনুষ্কা, দেখে নিন ছবিতে