Shubman Gill: ক্যাপ্টেন্সি অভিষেকেই বড় ভুল! শুভমন গিল কী শাস্তি পেতে পারেন?
India Vs England 1st Test: সেঞ্চুরিতেই থামেননি। বরং ডাবল সেঞ্চুরির সম্ভাবনাও তৈরি হয়েছিল। অবশেষে তাঁকে ফেরান অফস্পিনার শোয়েব বশির। বড় শট খেলতে গিয়ে আউট শুভমন। ১৪৭ রানের অনবদ্য ইনিংস।

ভারতের টেস্ট দলের ক্যাপ্টেন হিসেবে দুর্দানত শুরু শুভমন গিলের। টেস্টে ক্যাপ্টেন্সি অভিষেকেই দুরন্ত সেঞ্চুরি করেছেন। এশিয়ার বাইরে শুভমন গিলের প্রথম সেঞ্চুরি। আর ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে ক্যাপ্টেন্সি অভিষেকেই সেঞ্চুরির কীর্তি। সেঞ্চুরিতেই থামেননি। বরং ডাবল সেঞ্চুরির সম্ভাবনাও তৈরি হয়েছিল। অবশেষে তাঁকে ফেরান অফস্পিনার শোয়েব বশির। বড় শট খেলতে গিয়ে আউট শুভমন। ১৪৭ রানের অনবদ্য ইনিংস।
ইংল্যান্ডের মাটিতে লিডস টেস্টের প্রথম দিন একটা ভুলও করেছেন শুভমন গিল। যার জন্য তাঁকে শাস্তির মুখেও পড়তে হতে পারে! লিডস টেস্টে দুর্দান্ত জায়গায় ভারত। দুই ওপেনার লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল শুরুটা দারুণ করেন। যশস্বীর সেঞ্চুরি। এরপর শুভমনের দুরন্ত ইনিংস। ভাইস ক্য়াপ্টেন ঋষভ পন্থও সেঞ্চুরি করেন। দ্বিতীয় দিন ক্যাপ্টেন-ভাইস ক্যাপ্টেন জুটি ইংল্যান্ড বোলারদের পরিস্থিতি নাজেহাল করে। ম্যাচের প্রথম দিনের প্রসঙ্গে আসা যাক। কালো মোজা পরে নেমেছিলেন ক্যাপ্টেন শুভমন গিল। এটাই তাঁর ভুল!
টেস্ট ক্রিকেটে সাদা পোশাকের পাশাপাশি মোজার ক্ষেত্রেও এই রীতি মানা হয়ে থাকে। আইসিসির নিয়ম মেনে তাঁকেও সাদা-ক্রিম কিংবা হালকা ধূসর রঙের মোজাই পরতে হত। কালো মোজা পরায় নিয়ম ভঙ্গ করেছেন শুভমন গিল। তবে তাঁকে শাস্তি দেওয়া হবে কি না, নির্ভর করবে ম্যাচ রেফারির রিপোর্টের উপর। শুভমনের ম্যাচ ফি-র উপর জরিমানা হতে পারে। তবে অনিচ্ছাকৃত ভুল হলে কোনও শাস্তি নাই হতে পারে।
