AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC ODI World Cup 2023: ষষ্ঠ জয়ের লক্ষ্যে ছক ভাঙলেন রোহিত শর্মা

Team India: বেশ কয়েকদিনের ছুটি কাটিয়ে ব্যাট বলের বৃত্তে ফিরেছে ভারত। এই প্রসঙ্গে ভারতীয় অধিনায়ক বলেন, "ছুটি পেতে সবসময়ই ভালো লাগে। নিজে কোথায় দাঁড়িয়ে আছি তা বুঝতে একটু সময় পাওয়া যায়।" শেষে জানান, এক দল নিয়েই আজকের যুদ্ধে নামবেন তাঁরা।

ICC ODI World Cup 2023: ষষ্ঠ জয়ের লক্ষ্যে ছক ভাঙলেন রোহিত শর্মা
ভারত-ইংল্যান্ড টস
| Edited By: | Updated on: Oct 29, 2023 | 2:18 PM
Share

লখনউ: রবিবারের বড় চমক! লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ব্য়াটিং করতে পেরে খুশি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বললেন, “আমরা ব্য়াটিংই করতে চেয়েছিলাম।” টসের পর আর কী বলছেন হিটম্যান? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টস জিতে রোহিত শর্মাদের ব্য়াটিংয়ে পাঠান বেন স্টোকসদের অধিনায়ক জস বাটলার। টসের পর তিনি বলেন, “আমরা আমাদের সঙ্গে ঠিক করিনি। ভারতের বিরুদ্ধে কানায়-কানায় ভর্তি স্টেডিয়ামে খেলব। অবশ্যই ভালো লাগছে। আশা করি আমরা ভালো পারফর্ম করব।” ভারতের বিরুদ্ধে একই দল নিয়ে খেলতে চায় ইংল্যান্ড, তাও জানিয়ে দেন বাটলার। এরপর, রোহিত শর্মা জানান, দল আগে ব্যাট করতেই চেয়েছিল। রোহিতের কথায়, “আমরা আগে ব্যাট করতেই চেয়েছিলাম। পরে ব্য়াট করে ক’টা ইনিংস তো ভালোই খেললাম। এ বার নতুন কিছু করি। আগে বা পরে ব্যাট করাটা গুরুত্বপূর্ণ বলে মনে করছি না। যেটা গুরুত্বপূর্ণ সেটা হল ২ পয়েন্ট।”

বেশ কয়েকদিনের ছুটি কাটিয়ে ব্যাট বলের বৃত্তে ফিরেছে ভারত। এই প্রসঙ্গে ভারতীয় অধিনায়ক বলেন, “ছুটি পেতে সব সময়ই ভালো লাগে। নিজে কোথায় দাঁড়িয়ে আছি তা বুঝতে একটু সময় পাওয়া যায়।” শেষে জানান, একই দল নিয়েই আজকের যুদ্ধে নামবেন তাঁরা।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

ইংল্যান্ডের একাদশ: জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন,মোইন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।