Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mitchell Starc: ‘সব ওর জন্য’, স্ত্রী অ্যালিসা হিলিকে কৃতিত্ব দিয়ে নাইট তারকা স্টার্ক যা বলছেন…

IPL 2024: চিপকে আইপিএলের ১৭তম সংস্করণের ফাইনালে হায়দরাবাদকে হারিয়েছে নাইটরা। তারপর কেকেআর শিবিরে এসেছে তৃতীয় আইপিএল ট্রফি।অ্যালিসা হিলি (Alyssa Healy) হলেন স্টার্কের অন্যতম বড় সমর্থক, সাপোর্ট সিস্টেম। এ বারের আইপিএল ফাইনালের পর সে কথাই শোনা গিয়েছে অজি সুপারস্টারের মুখে।

Mitchell Starc: 'সব ওর জন্য', স্ত্রী অ্যালিসা হিলিকে কৃতিত্ব দিয়ে নাইট তারকা স্টার্ক যা বলছেন...
Mitchell Starc: 'সব ওর জন্য', স্ত্রী অ্যালিসা হিলিকে কৃতিত্ব দিয়ে নাইট তারকা স্টার্ক যা বলছেন...Image Credit source: X
Follow Us:
| Updated on: May 27, 2024 | 8:00 PM

কলকাতা: এমন সহধর্মিণী তো সকলেই চান। মনে মনে নয়, জোর গলায় এমন কথা বলছেন অস্ট্রেলিয়ার তারকা বোলার মিচেল স্টার্ক (Mitchell Starc)। অ্যালিসা হিলি (Alyssa Healy) হলেন স্টার্কের অন্যতম বড় সমর্থক, সাপোর্ট সিস্টেম। এ বারের আইপিএল ফাইনালের পর সে কথাই শোনা গিয়েছে অজি সুপারস্টারের মুখে। চিপকে আইপিএল (IPL) ফাইনালে হায়দরাবাদকে হারিয়েছে নাইটরা। তারপর কেকেআর শিবিরে এসেছে তৃতীয় আইপিএল ট্রফি। টুর্নামেন্টের শুরুর দিকে বিরাট রান খরচ করে ফেলছিলেন স্টার্ক। কিন্তু উইকেট আসছিল না। তাঁর সমালোচনা শুরু হয়েছিল। শুরুর দিকে স্টার্কের স্ত্রী, অস্ট্রেলিয়ার মহিলা টিমের ক্যাপ্টেন অ্যালিসা হিলি কেকেআরের ম্যাচে উপস্থিত ছিলেন না। পরের দিকে তিনি আসার পর স্টার্কের ভাগ্য ফেরে।

এ বারের আইপিএলের শুরুর দিকে প্রথম ২ ম্যাচে ১০০ রান দিয়েছিলেন মিচেল স্টার্ক। ছিল না কোনও উইকেট। মরসুমের শুরুর দিকে মোটেও ছন্দে দেখা যায়নি আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ককে। এরপর ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের ম্যাচে স্টেডিয়ামে হাজির ছিলেন অ্যালিসা হিলি। সেই ম্যাচের পর থেকে ছন্দ ফিরে পান, আত্মবিশ্বাস ফিরে পান মিচেল স্টার্ক।

প্রথম কোয়ালিফায়ারের পর ফাইনালেও ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন মিচেল স্টার্ক। চিপকে ফাইনালের শেষে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসকে স্টার্ক বলেন, ‘অ্যালিসা আসার পর থেকেই সব কিছু বদলে গেল।’ স্টার্কের এই কথা থেকেই পরিষ্কার, স্ত্রীকে পাশে পেতেই যে তাঁর লাক ফিরেছে, সে কথা তিনি স্বীকার করছেন।

এ বারের আইপিএলে মিচেল স্টার্ক কেকেআরের জার্সিতে ১৪টি ম্যাচে ১৭টি উইকেট নিয়েছেন। ১০.৬১ ইকোনমি রেটে। তিনি যে বড় ম্যাচের প্লেয়ার তা এ বারের আইপিএলেও বেশ প্রমাণ করেছেন।