AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ruturaj Gaikwad: ঋতুরাজ গায়কোয়াড় কেন ব্রাত্য? শুভমনের প্রসঙ্গ টেনে সরব দেশের প্রাক্তন ক্রিকেটাররা

Shubman Gill: আসন্ন শ্রীলঙ্কা সফরে শুভমন গিলকে সাদা-বলের ক্রিকেটে নতুন সহ-অধিনায়ক ঘোষণা করা হয়েছে। নেটিজ়েন থেকে শুরু করে দেশের কয়েকজন প্রাক্তন ক্রিকেটার প্রশ্ন তুলেছেন, ঋতুর সঙ্গে কি সুবিচার হয়েছে?

Ruturaj Gaikwad: ঋতুরাজ গায়কোয়াড় কেন ব্রাত্য? শুভমনের প্রসঙ্গ টেনে সরব দেশের প্রাক্তন ক্রিকেটাররা
শুভমনের কপাল ভালো বলে সুযোগ! ঋতুরাজ কেন ব্রাত্য? সরব দেশের প্রাক্তনী-নেটিজ়েনরা
| Updated on: Jul 20, 2024 | 2:23 PM
Share

কলকাতা: ভারতের শ্রীলঙ্কা সফরের টিম ঘোষণা হওয়ার পর থেকে ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ট্রেন্ডিংয়ে। তিনি এই সিরিজে সুযোগ পাননি। কেন? বোর্ড তা নিয়ে কিছু জানায়নি। কিন্তু নেটিজ়েনরা এ বিষয়ে সরব হয়েছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। ভালো ছন্দেও আছেন তিনি। কয়েকদিন আগে শেষ হওয়া জিম্বাবোয়ে সিরিজে তাঁর ব্যাট জ্বলে উঠতে দেখা গিয়েছিল। তারপরও শ্রীলঙ্কা সিরিজে ডাক পাননি ঋতু। অন্যদিকে শুভমন গিলকে (Shubman Gill) সাদা-বলের ক্রিকেটে নতুন সহ-অধিনায়ক ঘোষণা করা হয়েছে। নেটিজ়েন থেকে শুরু করে দেশের কয়েকজন প্রাক্তন ক্রিকেটার প্রশ্ন তুলেছেন, ঋতুর সঙ্গে কি সুবিচার হয়েছে?

ঋতুরাজ শ্রীলঙ্কা সফরে সুযোগ না পাওয়ায় তাঁর সঙ্গে শুভমনর তুলনা শুরু হয়েছে। আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় ৮ নম্বরে ঋতুরাজ, ৩৬ নম্বরে শুভমন গিল। ঋতু ২৩টি টি-২০ ম্যাচ খেলেছেন। শুভমন খেলেছেন ১৯টি টি-২০ ম্যাচে। তাঁদের পারফরম্যান্স নিয়েও নেটিজ়েনরা মন্তব্য করছেন। ঋতুকে টিমে দেখতে চান বলে পোস্টে ভরছে সোশ্যাল মিডিয়া সাইট।

শুভমনের কপাল ভালো, তাই ঋতু সুযোগ পাননি। এ কথা বলতেও ছাড়েননি দেশের এক প্রাক্তন ক্রিকেটার। কৃষ্মামাচারি শ্রীকান্ত বলেন, ‘আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ঋতুরাজ গায়কোয়াড় অটোমেটিক চয়েস। ঋতুকে আরও রান করতে হবে। যাতে নির্বাচকরা ওকে দেখতে পায়। কারণ, সকলের তো আর শুভমন গিলের মতো কপাল ভালো নয়।’

ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘দুটো ফর্ম্যাট থেকেই বাদ পড়েছে ঋতুরাজ গায়কোয়াড়। ও কী করল যে এই সফরে ওর নাম নেই? মাস ছ’য়েক আগে ও একটা টিমের অধিনায়ক হওয়ার যোগ্য ছিল। যে দলে শুভমন গিল খেলছিল না। কিন্তু শুভমন এখন সহ-অধিনায়ক হয়ে গেল। আর ঋতুরাজ টি-২০ ও ওডিআই কোনও টিমের অংশ নয়।’

আকাশ চোপড়া সেখানেই থেমে থাকেননি। একইসঙ্গে তিনি বলেন, ‘আগে কোচ আলাদা ছিল এবং নির্বাচন কমিটি আলাদা ছিল। তাই হয়তো পরিস্থিতি আলাদা ছিল। এখন হয়তো তাঁরা নতুন কিছু চাইছে। তবে আমি এটা চাই যে ওর সঙ্গে যেন টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কথা বলা হয়। এবং জানানো হয় যে ওকে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের জন্য ভাবা হচ্ছে। এবং ওডিআই ভাবনাতেও রয়েছে। না হলে সঞ্জু স্যামসনের মতো ঋতুরাজেরও খারাপ লাগবে। ও ভাবতে শুরু করবে কী ভুল করেছে।’