IPL 2022: কুলদীপের দুরন্ত প্রত্যাবর্তনের যাবতীয় কৃতিত্ব কাকে দিচ্ছেন তাঁর প্রাক্তন ক্যাপ্টেন?
হারিয়ে যেতে যেতে দুরন্ত ফিরে এসেছেন কুলদীপ যাদব। ৪ ম্য়াচে ১০ উইকেট ঝুলিতে। কেকেআরের প্রাক্তন ক্যাপ্টেন তাঁকে খুব সামনে থেকে দেখেছেন। দুরন্ত প্রত্যাবর্তনের কারণ কী?
মুম্বই: তাঁর উত্থান দেখেছেন। পতনও দেখেছেন। সেই কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) ফর্মের সঙ্গে আস্থাও হারিয়ে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। সেই তিনিই এখন দিল্লি ক্যাপিটালসে পা দিয়ে নতুন করে ফিরে এসেছেন। চায়নাম্যান বোলারের ভেল্কি দেখাতে শুরু করেছেন নতুন করে। যা দেখে অনেকের মতো বেশ অবাক হয়ে গিয়েছেন কেকেআরের প্রাক্তন ক্যাপ্টেন দীনেশ কার্তিকও (Dinesh Karthik)। বাঁ হাতি স্পিনার যে নিজেকে অনেকটাই পাল্টে ফেলেছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। দিল্লির বিরুদ্ধেই শনিবার সন্ধের ম্য়াচ। তার আগে কার্তিক উচ্ছ্বসিত কুলদীপকে নিয়ে। এক জায়গায় মিল রয়েছে দু’জনের। কেকেআরের হয়ে শেষ দু’বছর সেই অর্থে ফর্মে দেখা যায়নি তাঁকে। সেই কার্তিকও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দারুণ ছন্দে। ‘ফিনিশার’ হিসেবে যে সুনাম অর্জন করেছিলেন, সেই চেনা ছন্দেই টানছেন টিমকে।
কুলদীপকে নিয়ে কী বলছেন তাঁর প্রাক্তন ক্যাপ্টেন? কার্তিকের কথায়, ‘আমার মনে হয়, টেকনিক্যালি ও নিজের বোলিংকে কিছুটা বদলে ফেলেছে। টেকনিক্যাল বিষয় নিয়ে আমি ঢুকতে চাইছি না। তবে, কুলদীপের আসল শক্তি হল ওর রানআপ। সেখান থেকেই ও বোলিংয়ের কারিকুরিটা অর্জন করে। রানআপটা যে ওর চমৎকার হচ্ছে, সেটা নিয়ে কোনও সন্দেহ নেই।’
২০২০ সালের আইপিএলে একেবারে ফর্মে ছিলেন না কুলদীপ। গত বছর আবার চোটের কারণে আমিরশাহি পর্বে খেলতেই পারেননি। সেই কুলদীপ রিহ্যাব করে ফিরে পেয়েছেন নিজেকে। ‘কুলচা’, অর্থাৎ, কুলদীপ ও চাহালের যে রসায়ন ভারতীয় টিমকে জিতিয়েছে একের পর এক ম্যাচ, ফর্ম হারানোর সঙ্গে সঙ্গে টিম থেকেও ছিটকে গিয়েছিলেন কুলদীপ। আবার হয়তো সেই জুটিকে দেখা যাবে। কার্তিক বলছেন, ‘কুলদীপ ভীষণ স্কিলফুল বোলার। ও যখন সেরা ছন্দে, তখন ওর বোলিং দেখতে আমার বরাবর ভালো লাগে। চায়নাম্যান বোলার সহজে পাওয়া যায় না। সেটাকেই কিন্তু সেরা জায়গায় পৌঁছে দিচ্ছে কুলদীপ।’
হারিয়ে যেতে যেতে দুরন্ত ফিরে আসার জন্য় কুলদীপকে কৃতিত্ব দিচ্ছেন কার্তিক। চার ম্যাচে ১০ উইকেট তুলে নিয়েছেন বাঁ হাতি স্পিনার। তাঁকে পড়তে অসুবিধা হচ্ছে প্রতিপক্ষ ব্যাটারদের। কার্তিক বলছেন, ‘খুব অল্প বয়সে ও ক্রিকেট সার্কিটে এসে গিয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলে বেশ কয়েকটা মরসুম কাটানোর পর কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিল। সেখান থেকেই আবার ফিরে এসেছে। সবাই দেখছে, ও কতটা ঘুরে দাঁড়িয়েছে, আর এর জন্য কুলদীপকেই কৃতিত্ব দেব।’
আরও পড়ুন: MI vs LSG LIVE Score, IPL 2022: টসে জিতে রাহুলদের ব্যাটিংয়ে পাঠালেন রোহিত