MI vs LSG, IPL 2022 Match 26 Result: টানা ছয় ম্যাচে হার রোহিতের মুম্বইয়ের, ১৮ রানে জয়ী রাহুলের লখনউ

| Edited By: | Updated on: Apr 16, 2022 | 7:53 PM

Mumbai Indians vs Lucknow Super Giants Live Score in Bangla: দেখুন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

MI vs LSG, IPL 2022 Match 26 Result: টানা ছয় ম্যাচে হার রোহিতের মুম্বইয়ের, ১৮ রানে জয়ী রাহুলের লখনউ
মুম্বই ইন্ডিয়ান্স বনাম লখনউ সুপার জায়ান্টস

মুম্বই: আজ, শনিবার চলতি আইপিএলের (IPL 2022) ২৬তম ও মেগা শনিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও লোকেশ রাহুলের (KL Rahul) লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। টসে জিতে শুরুতে লোকেশের লখনউকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। লখনউ অধিনায়ক কেএল রাহুল ৬০ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলে যান। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান তুলেছিল সুপার জায়ান্টসরা। মুম্বইয়ের প্রথম জয়ের স্বাদ পেতে হলে তুলতে হত ২০০ রান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮১ রানে থেমে যায় মুম্বই ইন্ডিয়ান্স। ১৮ রানে জয়ী লখনউ। এবং টানা ছয় ম্যাচে হারের মুখ দেখল পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।

Key Events

১৮ রানে জয়ী লখনউ

রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজ ১৮ রানে জিতল লখনউ সুপার জায়ান্টস। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান তুলেছিল লখনউ। ২০০ রানের টার্গেট ছিল মুম্বইয়ের।

লোকেশের অপরাজিত ১০৩ রান

টসে জিতে শুরুতে লোকেশের লখনউকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। লখনউ অধিনায়ক কেএল রাহুল ৬০ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলে যান। যার মধ্যে ছিল ৯টি চার ও ৫টি ছয়।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 16 Apr 2022 07:33 PM (IST)

    ১৮ রানে জয়ী লখনউ সুপার জায়ান্টস

    মুম্বই ইন্ডিয়ান্সের কপালে জুটল ফের হার। হাফডজন ম্যাচে হারের মুখ দেখল রোহিতের দল। ১৮ রানে জয়ী লখনউ সুপার জায়ান্টস।

  • 16 Apr 2022 07:29 PM (IST)

    রান আউট জয়দেব

    শেষ ওভারে রান আউট হয়ে মাঠ ছাড়লেন জয়দেব উনাদকট।

  • 16 Apr 2022 07:24 PM (IST)

    খেলা বাকি ১ ওভারের

    • ম্যাচ জিততে এখনও ৬ বলে ২৬ রান প্রয়োজন ম্যাচ জিততে মুম্বইয়ের।
    • ক্রিজে কায়রন পোলার্ড ও জয়দেব উনাদকট।
    • ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছে মুম্বই।
  • 16 Apr 2022 07:16 PM (IST)

    অ্যালেন আউট

    ফ্যাবিয়ান অ্যালেনের উইকেট তুলে নিলেন আবেশ খান। ছয় নম্বর উইকেট হারাল মুম্বই।

  • 16 Apr 2022 07:04 PM (IST)

    সূর্যকুমারকে ফেরালেন রবি

    রবি বিষ্ণোই ফেরালেন সূর্যকুমার যাদবকে। ৩৭ রান করে মাঠ ছাড়লেন স্কাই।

  • 16 Apr 2022 06:59 PM (IST)

    ১৫ ওভারে মুম্বই ১২৫/৪

    • খেলা বাকি ৫ ওভারের।
    • ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৫ রান তুলেছে মুম্বই।
  • 16 Apr 2022 06:56 PM (IST)

    তিলক আউট

    এন তিলক ভার্মার উইকেট তুলে নিলেন জেসন হোল্ডার। ২৬ রান করে মাঠ ছাড়লেন তিলক।

  • 16 Apr 2022 06:31 PM (IST)

    ১০ ওভারে মুম্বই ৮৬/৩

    • প্রথম ১০ ওভারের খেলা শেষ
    • এই ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৬ রান তুলেছে মুম্বই
    • এখনও জিততে মুম্বইয়ের চাই ৬০ বলে ১১৪ রান
  • 16 Apr 2022 06:11 PM (IST)

    ঈশান কিষাণ আউট

    ঈশান কিষাণের উইকেট তুলে নিলেন মার্কাস স্টোইনিস। তৃতীয় উইকেট হারাল মুম্বই। ১৩ রান করে মাঠ ছাড়লেন ঈশান

  • 16 Apr 2022 06:06 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র খেলা শেষ।
    • প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে মুম্বই।
    • ম্যাচ জিততে মুম্বইয়ের বাকি ১৫ ওভারে তুলতে হবে ১৪৩ রান।
  • 16 Apr 2022 06:06 PM (IST)

    ব্রেভিস আউট

    ডিওয়াল্ড ব্রেভিসের উইকেট তুলে নিলেন আবেশ খান। দ্বিতীয় উইকেট হারাল মুম্বই। ৩১ রান করে মাঠ ছাড়লেন বেবি এবি।

  • 16 Apr 2022 05:59 PM (IST)

    ৫ ওভারে মুম্বই ৪৮/১

    • প্রথম ৫ ওভারের খেলা শেষ
    • এই ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৪০ রান তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স
    • ক্রিজে ঈশান কিষাণ ও ডিওয়াল্ড ব্রেভিস।
    • ব্রেভিস ব্যাট করছেন ২৩ রানে
    • ঈশান রয়েছেন ১২ রানে
  • 16 Apr 2022 05:49 PM (IST)

    ৩ ওভারে মুম্বই ২০/১

    • প্রথম ৩ ওভারের খেলা শেষ
    • ক্যাপ্টেনের উইকেট হারিয়ে ২০ রান তুলেছে মুম্বই।
  • 16 Apr 2022 05:46 PM (IST)

    রোহিত আউট

    আবেশ খান তুলে নিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মার উইকেট। ৬ রান করে মাঠ ছাড়লেন রোহিত শর্মা।

  • 16 Apr 2022 05:33 PM (IST)

    রান তাড়া করতে নামল মুম্বই

    টার্গেট ২০০। রান তাড়া করতে নামল মুম্বই। ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও ঈশান কিষাণ।

  • 16 Apr 2022 05:17 PM (IST)

    ১৯৯ রানে থামল লখনউ

    • নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রানে থামল লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস।
    • ৬০ বলে ১০৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল।
  • 16 Apr 2022 05:16 PM (IST)

    হুডা আউট

    শেষ ওভারের চতুর্থ বলে দীপক হুডার উইকেট তুলে নিলেন জয়দেব উনাদকট। ১৫ রান করে মাঠ ছাড়লেন দীপক

  • 16 Apr 2022 05:10 PM (IST)

    ক্যাপ্টেন লোকেশের সেঞ্চুরি

    ৫৬ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল।

  • 16 Apr 2022 04:54 PM (IST)

    স্টোইনিস আউট

    মার্কাস স্টোইনিসের উইকেট তুলে নিলেন জয়দেব উনাদকট। তৃতীয় উইকেট হারাল লখনউ। ১০ রান করে সাজঘরে ফিরে গেলেন স্টোইনিস।

  • 16 Apr 2022 04:43 PM (IST)

    ১৫ ওভারে লখনউ ১৫০/২

    • প্রথম ১৫ ওভারের খেলা শেষ
    • এই ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫০ রান তুলেছে লখনউ
    • দুরন্ত ছন্দে রয়েছেন ক্যাপ্টেন রাহুল
    • খেলা বাকি আর ৫ ওভারের। সেই ৫ ওভারে লোকেশ রাহুলের দল কত রান তুলতে পারবে সেদিকে নজর থাকবে
  • 16 Apr 2022 04:35 PM (IST)

    মনীশ আউট

    মনীশ পান্ডের উইকেট তুলে নিলেন মুরুগান অশ্বিন। দ্বিতীয় উইকেট হারাল লখনউ। ২৯ বলে ৩৮ রান করে সাজঘরে ফিরলেন মনীশ।

  • 16 Apr 2022 04:25 PM (IST)

    কেএল রাহুলের হাফসেঞ্চুরি

    রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল।

  • 16 Apr 2022 04:19 PM (IST)

    ১০ ওভারে লখনউ ৯৪/১

    • প্রথম ১০ ওভারের খেলা শেষ।
    • শুরুর ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৪ রান তুলেছে রাহুলের দল।
    • ক্রিজে লোকেশ রাহুল ও মনীশ পান্ডে।
    • ক্যাপ্টেন ব্যাটিং করছেন ৪৭ রানে।
    • মনীশ রয়েছেন ২২ রানে।
  • 16 Apr 2022 04:01 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র খেলা শেষ।
    • প্রথম ৬ ওভারের মধ্যে ১ উইকেট হারিয়ে ফেলেছে লখনউ।
    • পাওয়ার প্লে-র শেষে লখনউয়ের স্কোর ১ উইকেটে ৫৭।
  • 16 Apr 2022 03:59 PM (IST)

    অ্যালেন ফেরালেন ডি’কককে

    ২৪ রান করে মাঠ ছাড়লেন কুইন্টন ডি’কক। প্রথম উইকেট হারাল লখনউ।

  • 16 Apr 2022 03:54 PM (IST)

    ৫ ওভারে লখনউ ৪৬/০

    • প্রথম ৫ ওভারের মধ্যে স্কোরবোর্ডে লোকেশ রাহুলরা তুলেছে ৪৬ রান
    • লখনউ অধিনায়ক রাহুল ব্যাটিং করছেন ২৭ রানে
    • লখনউয়ের উইকেটকিপার-ব্যাটার  ডি’কক ব্যাট করছেন ১৮ রানে
  • 16 Apr 2022 03:44 PM (IST)

    ৩ ওভারে লখনউ ২৭/০

    • প্রথম ৩ ওভারের খেলা শেষ।
    • কোনও উইকেট না হারিয়ে ২৭ রান তুলেছে লখনউ।
    • কেএল রাহুল ব্যাট করছেন ৯ রানে।
    • ডি’কক রয়েছেন ১৮ রানে।
  • 16 Apr 2022 03:31 PM (IST)

    লখনউয়ের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন লোকেশ রাহুল ও কুইন্টন ডি’কক।

  • 16 Apr 2022 03:15 PM (IST)

    লখনউয়ের প্রথম একাদশ

    লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), মার্কাস স্টোইনিস, মনীশ পান্ডে, ক্রুণাল পান্ডিয়া, কুইন্টন ডি’কক (উইকেটকিপার), দুশমন্ত চামিরা, জেসন হোল্ডার, দীপক হুডা, আয়ুষ বাদোনি ও আবেশ খান ও রবি বিষ্ণোই।

  • 16 Apr 2022 03:10 PM (IST)

    মুম্বইয়ের প্রথম একাদশ

    মুম্বইয়ের প্রথম একাদশে এক পরিবর্তন। বাসিল থাম্পির জায়গায় আজ খেলবেন ফ্যাবিয়ান অ্যালেন।

    মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), এন তিলক ভর্মা, ডিওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, মুরুগান অশ্বিন, জশপ্রীত বুমরা, জয়দেব উনাদকট, ফ্যাবিয়ান অ্যালেন, টাইমাল মিলস।

  • 16 Apr 2022 03:02 PM (IST)

    টস আপডেট

    লখনউয়ের বিরুদ্ধে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা

  • 16 Apr 2022 03:01 PM (IST)

    ফ্যাবিয়ান অ্যালেনের অভিষেক

    মুম্বইয়ের জার্সিতে আজ অভিষেক হল ফ্যাবিয়ান অ্যালেনের।

  • 16 Apr 2022 03:00 PM (IST)

    ম্যাচের আগে টিম টকের মুহূর্ত

    আর মাত্র ৩০ মিনিট পর শুরু হবে মুম্বই বনাম লখনউ দ্বৈরথ। তার আগে টিম টকে ব্যস্ত দুই দল।

  • 16 Apr 2022 02:32 PM (IST)

    ব্র্যাবোর্নের উদ্দেশ্যে রওনা দিল মুম্বইয়ের পল্টন

    রোহিত শর্মার মুম্বই পল্টন লখনউ সুপার জায়ান্টসদের বিরুদ্ধে নামার জন্য রওনা দিলেন ব্র্যাবোর্নে।

  • 16 Apr 2022 02:30 PM (IST)

    শনিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচ

    আজ শনিবার আইপিএলের ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি মুম্বই-লখনউ।

Published On - Apr 16,2022 2:30 PM

Follow Us: