India vs Pakistan: বিশ্বকাপে আর এক গ্রুপে নয় ভারত-পাক? বড় সিদ্ধান্ত নিতে পারে আইসিসি!
Indian Cricket News: ভারত এই জঙ্গি হামলার পাল্টা জবাব দিয়েছে 'অপারেশন সিঁদুর'এর মাধ্যমে। এই ঘটনার পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল যে তারা পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতে আর কোনও ম্যাচ খেলবে না।

কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওতে সাধারণ পর্যটকদের উপরে জঙ্গি হামলা হয়েছে। এর জেরে ভারত-পাকিস্তানের সম্পর্কের ফাটল আরও গভীর হয়েছে। ওই ঘটনার পরে দুই দেশই একে অপরের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে। এই সংঘাতের প্রভাব পড়েছে দুই দেশের ক্রীড়া ক্ষেত্রেও। ভারত এই জঙ্গি হামলার পাল্টা জবাব দিয়েছে ‘অপারেশন সিঁদুর’এর মাধ্যমে। এই ঘটনার পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল যে তারা পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতে আর কোনও ম্যাচ খেলবে না।
কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট মহলে একটি গুঞ্জন ছিল, আসন্ন এশিয়া কাপে ভারত অংশগ্রহণ করবে না। তবে এই জল্পনাকে উড়িয়ে দিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তাতেও কিন্তু জল্পনা থামছে না। আইসিসি ইভেন্টগুলিতে ভারত-পাকিস্তান ম্যাচের ভবিষ্যৎ কী? শোনা যাচ্ছে, আইসিসির বার্ষিক সভাতে এই বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর, বোর্ডের এক সূত্র জানিয়েছে আইসিসির নকআউট টুর্নামেন্টগুলিতে ভারত-পাকিস্তানের মুখোমুখি না হওয়ার সম্ভাবনা খুবই কম। দুই দলকে যাতে একই গ্রুপে না রাখা হয়, এ নিয়ে আলোচনা করা হতে পারে। আইসিসির এই সভা ১৭-২০ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার কথা। বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, “আইসিসির বার্ষিক সভায় এই বিষয়টি নিঃসন্দেহে আলোচনার জন্য উঠবে। ভারত ও পাকিস্তান দুই দলকে একই গ্রুপে না রাখার সম্ভাবনা থাকছে।”
ভারত শেষ ২০০৮ সালে পাকিস্তান সফরে গিয়েছিল। তেমনই পাকিস্তান দল শেষ বার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতে এসেছিল ২০১৩ সালে। তারপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনার কারণে আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইভেন্ট বাদে পাকিস্তানের সঙ্গে কোনও সিরিজ না খেলার সিদ্ধান্ত নেয় ভারত। বিশ্বকাপ এবং এশিয়া কাপেই এই দুই দলের দেখা হয়েছে। ভারত-পাক মেগা ম্যাচের কথা ভেবে টি-টোয়েন্টি এবং ওয়ান ডে বিশ্বকাপে একই গ্রুপে রাখা হয়েছে অতীতে। সেই ধারা কি আর বজায় রাখবে না আইসিসি? গ্রুপ পর্যায়ে না হলেও কিন্তু নকআউটে দেখা হতে পারে দুই যুযুধান দেশের। তখন কী হবে? এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে।





