Gareth Southgate: ক্রিকেট-ফুটবল মিলেমিশে একাকার! IPL এর গ্যালারিতে পিঙ্ক জার্সিতে গ্যারেথ সাউথগেট
IPL 2025: রাজস্থান-মুম্বই ম্যাচ দেখতে আসা গ্যারেথ সাউথগেটের পরনে ছিল গোলাপি জার্সি। বোঝাই যাচ্ছিল রাহুল দ্রাবিড়ের দলকে সমর্থন করছিলেন তিনি।

কলকাতা: ফুটবলের ময়দানে সাইডলাইনের ধারে গ্যারেথ সাউথগেটকে (Gareth Southgate) দেখতে অভ্যস্ত ক্রীড়াপ্রেমীরা। ইংল্যান্ড ফুটবল টিমের প্রাক্তন কোচ এ বার ফুটবল ছেড়ে ক্রিকেটে! তাও আবার আইপিএলে (IPL)। শুনে ভ্রু অনেকের কপালে উঠলেও এটাই ঘটেছে। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছে সাউথগেটকে।
রাজস্থান-মুম্বই ম্যাচ দেখতে আসা গ্যারেথ সাউথগেটের পরনে ছিল গোলাপি জার্সি। বোঝাই যাচ্ছিল রাহুল দ্রাবিড়ের দলকে সমর্থন করছিলেন তিনি। তাঁর সঙ্গে পরিবারের সদস্যরাও ছিলেন। ৮ বছর ধরে ইংল্যান্ডের জাতীয় ফুটবল টিমের দায়িত্ব সামলেছেন সাউথগেট। অবশ্য তাঁর প্রেম শুধু ফুটবলেই সীমাবদ্ধ নয় ক্রিকেটের প্রতি সাউথগেটের প্রেমও রয়েছে। যা অনেকেরই জানা। এ বার হঠাৎ করে তাঁর আইপিএল ম্যাচ দেখতে আসা সেটাই আরও একবার প্রমাণ করে দিল।
Unexpected crossovers of 2025 ft Gareth Southgate 💗 pic.twitter.com/eiTN0gssoR
— Rajasthan Royals (@rajasthanroyals) May 2, 2025
রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়ায় গ্যারেথ সাউথগেটের ম্যাচ দেখার ছবি শেয়ার করা হয়েছে। পিঙ্ক আর্মিকে এদিন সাপোর্ট করতে এসে যদিও সাউথগেটকে হতাশ হতে হয়েছে। কারণ এই ম্যাচে রাজস্থানকে হারের মুখ দেখতে হয়েছে। পিঙ্ক আর্মির ঘরের মাঠে তাদের বিরুদ্ধে ১০০ রানের বড় ব্যবধানে জিতেছেন হার্দিকরা। সেই সুবাদে আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে পৌঁছে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
Gareth Southgate joins the IPL buzz 🤩 pic.twitter.com/H8OPuXO2Ml
— Premier League India (@PLforIndia) May 1, 2025
উল্লেখ্য, মুম্বইয়ের কাছে হেরে চেন্নাই সুপার কিংসের পর প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল রাজস্থান রয়্যালসও। মুম্বইয়ের ব্যাটারদের দুর্দান্ত পারফরম্যান্সের পর দলের বোলাররা রাজস্থানকে মাত্র ১১৭ রানেই গুটিয়ে দেয়।
