IND vs NZ: যা খুশি করার দিন শেষ, মুম্বই টেস্টের আগে কড়া সিদ্ধান্ত কোচ গৌতম গম্ভীরের!
মুম্বই টেস্টের আগে বিরাট সিদ্ধান্ত নিয়েছেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। যা নিয়ে আলোচনা চলছে ভারতীয় ক্রিকেট মহলে। ঠিক কী সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের হেড কোচ?
কলকাতা: গুরু গম্ভীরের জমানায় ভারতীয় টিমে অনেকের ‘মনমর্জি’ চলবে না তা জানা ছিল। নিউজিল্যান্ডের কাছে টিম ইন্ডিয়া (Team India) দেশের মাটিতে টেস্ট সিরিজ হারার পর আরও একবার এই তত্ত্ব জোরাল হল। ভারতীয় ক্রিকেটারদের যা খুশি করার দিন শেষ। মুম্বই টেস্টের আগে বিরাট সিদ্ধান্ত নিয়েছেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। যা নিয়ে আলোচনা চলছে ভারতীয় ক্রিকেট মহলে। ঠিক কী সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের হেড কোচ?
জানা গিয়েছে, ওয়াংখেড়েতে হতে চলা ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের আগে ভারতের কোনও অপশনাল ট্রেনিং থাকছে না। সূত্রের খবর অনুযায়ী, ‘ভারতীয় টিম ম্যানেজমেন্ট দলের ক্রিকেটারদের জানিয়েছেন, ৩০ ও ৩১ অক্টোবরের অনুশীলনে উপস্থিত থাকতে হবে। এটা বাধ্যতামূলক। কেউ সেখানে অনুপস্থিত থাকতে পারবেন না।’
বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় ম্যাচের আগের দিন অনেক সময় অপশনাল ট্রেনিং রাখা হয়। যে প্লেয়াররা একটু খারাপ সময়ের মধ্য়ে দিয়ে যান, তাঁরা অনুশীলনে আসেন। যাঁদের ইচ্ছে হয়, তাঁরা আসেন। কারণ সেই প্র্যাক্টিস বাধ্যতামূলক থাকে না। ম্যাচের আগের দিন বেশি অনুশীলন করে ক্রিকেটাররা যাতে ক্লান্ত না হয়ে পড়েন, তাই এইরকম সিদ্ধান্ত নেওয়া হয়। ম্যাচের দু’দিন আগে ফাইনাল প্র্যাক্টিস হয়।
এই খবরটিও পড়ুন
হঠাৎ মুম্বই টেস্টের আগে কেন অপশনাল ট্রেনিং তুলে নিল ভারতীয় টিম? সূত্রের খবর, যেহেতু মুম্বইতে টেস্ট, তাই এই বার্তাটা বেশি করে সিনিয়রদের জন্য। বিরাট-রোহিত-সরফরাজরা লোকাল প্লেয়ার। এমনটা হতেই পারে ম্যাচের আগে টিম হোটেলে না থেকে তাঁরা বাড়িতে চলে গেলেন। তাতে ছন্দপতন হতে পারে। হয়তো সে কথা ভেবেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট অপশনাল ট্রেনিং না রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মার টেস্টে শেষ আট ইনিংস দেখলে নজরে পড়বে রয়েছে একটি করে হাফসেঞ্চুরি। বর্ডার গাভাসকর ট্রফির আগে বিরাট-রোহিতের এই ফর্ম নিঃসন্দেহে ভারতের চিন্তা বাড়াচ্ছে।