Gautam Gambhir: পাক-বধে প্রোটোকল ভাঙল ভারত! গম্ভীরের অনুরোধ ফেললেন না সূর্যরা

India vs Pakistan, Asia Cup 2025: দুবাইয়ে সুপার ফোর পর্বে ফের মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। এই ম্যাচেও টসের পর পাক ক্যাপ্টেনের সঙ্গে হাত মেলাননি স্কাই। ম্যাচ শেষে হেড কোচ গৌতম গম্ভীরের অনুরোধে প্রোটোকল ভাঙলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। তবে এখানে অন্য বদল দেখা গেল।

Gautam Gambhir: পাক-বধে প্রোটোকল ভাঙল ভারত! গম্ভীরের অনুরোধ ফেললেন না সূর্যরা
Image Credit source: PTI

Sep 22, 2025 | 10:52 AM

এশিয়া কাপে অন্যতম আলোচনার বিষয় হ্যান্ডশেক। ভারত-পাকিস্তান ম্যাচে নানা ঘটনাই ঘটে। কিছু জিনিস সকলের প্রত্যাশা পূরণ করে। ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে হ্যান্ডশেক বিষয়টি জবাবের। পাকিস্তানের কাছে অপমান। গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। টসের সময় পাকিস্তান ক্যাপ্টেন সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদব। ম্যাচ জিতিয়েও একই কাজ করেন। গত কাল দুবাইয়ে সুপার ফোর পর্বে ফের মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। এই ম্যাচেও টসের পর পাক ক্যাপ্টেনের সঙ্গে হাত মেলাননি স্কাই। ম্যাচ শেষে হেড কোচ গৌতম গম্ভীরের অনুরোধে প্রোটোকল ভাঙলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। তবে এখানে অন্য বদল দেখা গেল।

গ্রুপের ম্যাচে পাকিস্তানকে বড় ব্য়বধানে হারিয়েছিল ভারত। অধিনায়ক সূর্যকুমার যাদব ও শিবম দুবে ম্যাচ ফিনিশ করে মাঠ ছেড়ে চলে আসেন। পুরস্কার বিতরণ এবং ম্যাচ শেষের সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার যাদব পরিষ্কার করে দিয়েছিলেন, পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবেন না। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত। পাশাপাশি দলের জয় ভারতীয় সেনার জন্য় বলেও জানান স্কাই। সুপার ফোরেও ভারতীয় দল এই অবস্থান বজায় রাখবে, তা আগেই জানানো হয়েছিল।

নো-হ্যান্ডশেক নিয়ে অপমানিত পাকিস্তান অবশ্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকেই দায়ি করেছিল। আইসিসিকে চিঠি দিয়েছিল যাতে পাইক্রফ্টকে এশিয়া কাপ থেকে অপসারণ করা হয়। আইসিসি অবশ্য সেই দাবি মানেনি। গত কালও ম্যাচ রেফারি ছিলেন পাইক্রফ্টই। টসের সময় অবশ্য হাত মেলাননি সূর্যকুমার যাদবরা। ম্যাচ শেষে আম্পায়ারদের সঙ্গে হাত মেলানোর কথা বলেন হেড কোচ গৌতম গম্ভীর। সোশ্য়াল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে মাঠ ছাড়ার সময় ম্যাচ অফিসিয়ালদের সঙ্গেও হাত মেলাতে দেখা যায়নি। সুপার ফোর পর্বে পাক বধের পর প্রতিপক্ষের সঙ্গে হাত না মেলালেও আম্পায়ারদের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। ফলে প্রোটোকল কিছুটা ভাঙলেও সেটি শুধুমাত্র ম্যাচ অফিসিয়ালদের জন্যই। স্পোর্টসম্যান স্পিরিটের আরও একটা উদাহরণ ভারতীয় ক্রিকেটারদের।