AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Harshit Rana: অজি সফরের আগেই হর্ষিত রানার টেস্ট অভিষেক? গৌতম গম্ভীর পরিষ্কার বললেন…

IND vs NZ: গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টেস্ট অভিষেক হবে ভারতের (India) তরুণ পেসার হর্ষিত রানার (Harshit Rana)। ম্যাচের আগের দিন গৌতম গম্ভীর এই নিয়ে পরিষ্কার জানিয়েছেন।

Harshit Rana: অজি সফরের আগেই হর্ষিত রানার টেস্ট অভিষেক? গৌতম গম্ভীর পরিষ্কার বললেন...
Harshit Rana: অজি সফরের আগেই হর্ষিত রানার টেস্ট অভিষেক? গৌতম গম্ভীর পরিষ্কার বললেন...Image Credit: PTI
| Updated on: Oct 31, 2024 | 2:19 PM
Share

কলকাতা: কোনও ক্রিকেট টিম এক সিরিজ চলাকালীন পরীক্ষা-নিরীক্ষায় কখন যায়? দুটো অবস্থা সবার প্রথমেই আসে। এক, যখন সিরিজ জয় নিশ্চিত হয়ে যায়। দুই, টিম কম্বিনেশন সেট না হলে। দেশের মাটিতে কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরেছে রোহিতের ভারত (India)। বাকি এই সিরিজের তৃতীয় ম্যাচ। এখন যে অবস্থায় রয়েছে টিম ইন্ডিয়া, তাতে মুম্বই টেস্টে একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জায়গায় নেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টেস্ট অভিষেক হবে হর্ষিত রানার (Harshit Rana)। ম্যাচের আগের দিন গৌতম গম্ভীর এই নিয়ে পরিষ্কার জানিয়েছেন।

হর্ষিত রানার ডাক পড়েছে মুম্বই টেস্টের জন্য। এমনটা কয়েকদিন আগে শোনা গিয়েছিল। ভারতের হেড কোচ গৌতম এ বিষয়ে বলেন, ‘আমরা এমন পরিস্থিতিতে নেই, যেখানে যাঁরা খেলেনি তাঁদের সুযোগ দেওয়ার কথা ভাবা হবে। হর্ষিত রানা স্কোয়াডের অংশ নয়। ও অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নিতে এখানে এসেছে। অভিষেক বিষয়টা গতকাল পরিষ্কার করে দিয়েছিল।’

কোচ গৌতম গম্ভীরের আগে তাঁর ডেপুটি অভিষেক নায়ার প্রেস কনফারেন্সে পরিষ্কার জানিয়েছিলেন, শেষ টেস্টের জন্য দলে কাউকে ডাকা হয়নি। তিনি বলেছিলেন, ‘স্কোয়াডে কাউকে যোগ করা হয়নি। আমাদের জন্য প্রতিটা সপ্তাহ গুরুত্বপূর্ণ। এমনকি প্রতিটা দিন গুরুত্বপূর্ণ। আপাতত আমরা এই ম্যাচে ফোকাস করতে চাই।’

মুম্বই টেস্টের আগে প্রেস কনফারেন্সে আইপিএল রিটেনশন নিয়ে গৌতমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আইপিএল রিটেনশন কিছু বলার নেই। আমাদের সামনে একটা টেস্ট ম্যাচ রয়েছে। আর ওই ম্যাচে একাদশ বাছাইয়ের জন্য সকলেই উপলব্ধ। আমরা আগামিকাল সেটা ঠিক করব।’