Gautam Gambhir: দলকে কী ভাবে সামলাতে হয়? প্রাক্তনের মুখে উদাহরণ গৌতম গম্ভীর
IPL 2024, Kolkata Knight Riders: ক্যাপ্টেন হিসেবে তাঁকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। বহু সাক্ষাৎকারে সে কথা বলেছেন গৌতম গম্ভীর। তাঁর কথায়, টিমের কর্ণধার শাহরুখ খান বলেছিলেন, টিম তাঁর, যা খুশি করার স্বাধীনতা রয়েছে। গম্ভীর নিজের মতো সিদ্ধান্ত নিতে পেরেছিলেন বলেই সাফল্য এসেছে। বর্তমান দলের সাফল্যের নেপথ্যেও এই থিওরি বলে মনে করেন রায়াডু।
দল কী ভাবে সামলাতে হয়? কাদের উপর দায়িত্ব ছাড়া উচিত। বহু চর্চিত বিষয়। দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার অবশ্য মনে করছেন, প্লেয়ারদেরই পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত। উদাহরণ হিসেবে তুলে ধরেছেন কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরের কথা। কলকাতা নাইট রাইডার্স এ বার প্রথম দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিয়েছে। প্রথম দুইয়ে থাকাও নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। মেন্টর হিসেবে গম্ভীরকে কৃতিত্ব দিচ্ছেন সকলেই। অম্বতি রায়াডু অবশ্য বলছেন, গম্ভীর দলের ক্রিকেটারদের সঠিক পথ দেখিয়ে, তাঁদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। সে কারণেই সাফল্য পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দু-বার ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। দু-বারই নেতৃত্বে ছিলেন গৌতম গম্ভীর। ক্যাপ্টেন হিসেবে তাঁকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। বহু সাক্ষাৎকারে সে কথা বলেছেন গৌতম গম্ভীর। তাঁর কথায়, টিমের কর্ণধার শাহরুখ খান বলেছিলেন, টিম তাঁর, যা খুশি করার স্বাধীনতা রয়েছে। গম্ভীর নিজের মতো সিদ্ধান্ত নিতে পেরেছিলেন বলেই সাফল্য এসেছে। বর্তমান দলের সাফল্যের নেপথ্যেও এই থিওরি বলে মনে করেন রায়াডু।
আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে প্রাক্তন ক্রিকেটার অম্বতি রায়াডু বলেন, ‘কোচেরা পর্দার আড়াল থেকে কাজ করলেই ভালো। প্লেয়ারদের স্বাধীনতা দেওয়া হোক। মাঠে নেমে পারফর্মও ওরাই করবে। কেকেআর সেটাই করছে। গৌতম গম্ভীর প্লেয়ারদের সঠিক পথ দেখিয়ে সাহায্য করছে। প্লেয়ারদের মাঠে নেমে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিচ্ছে। এটাই সহজ রাস্তা।’