কলকাতা: হর্ষিত রানা (Harshit Rana) ও নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) এই দুই তরুণ তুর্কি কেন সুযোগ পেয়েছেন বর্ডার গাভাসকর ট্রফিতে? বিগত কয়েকদিন ধরে ভারতীয় ক্রিকেট মহলে বলাবলি হচ্ছে, গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পছন্দের বলেই এই দুই ক্রিকেটার অজি সফরে ডাক পেয়েছেন। এর আগে বোর্ডের এক কর্তা জানিয়েছিলেন, গম্ভীরের পছন্দের বলেই হর্ষিত রানাকে বর্ডার গাভাসকর ট্রফির স্কোয়াডে নেওয়া হয়েছে। প্যাট কামিন্সের দলের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজের আগে গম্ভীরের কাছে প্রশ্ন রাখা হয় হর্ষিত-নীতীশের দলে সুযোগ পাওয়া নিয়ে। সেই প্রশ্নের জবাবে কী বলেছেন গুরু গম্ভীর?
কেকেআরের তরুণ পেসার হর্ষিত রানার জাতীয় দলে অভিষেক হয়নি। তারপরও তিনি কেন অজি সফরে ডাক পেলেন? এই প্রসঙ্গে হেড কোচ গম্ভীর বলেন, ‘অসমের বিরুদ্ধে ও একটা প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে। তাতে দুর্দান্ত পারফর্ম করেছে। ও অনেক বোলিং করেছে। আলাদা করে অস্ট্রেলিয়া সফরে আরও একটা প্রথম শ্রেণির ম্যাচ খেলার জন্য ওকে পাঠানো হয়নি। আমরা সকলেই ভেবেছি জোরে বোলারকে বিশ্রাম দিয়ে তরতাজা রাখা দরকার। ৫ টেস্টের সিরিজ এটা। তাই বোলিং কোচ, ট্রেনার ও ফিজিয়োরাও সেই কথা বলেছে।’
আইপিএলে হায়দরাবাদের জার্সিতে খেলা নীতীশ কুমার রেড্ডিকে কেন বর্ডার গাভাসকর ট্রফির স্কোয়াডে নেওয়া হয়েছে? এই প্রসঙ্গে গম্ভীরের সামনে প্রশ্ন রাখলে তিনি বলেন, ‘আমি মনে করি আমরা সেরা স্কোয়াড বেছে নিয়েছি। যে প্লেয়াররা আমাদের হয়ে ভালো খেলবে। আমরা সকলেই জানি নীতীশ রেড্ডি কতটা প্রতিভাবান। এবং যদি ওকে সুযোগ দেওয়া হয়, তা হলে ও আমাদের জন্য ভালো পারফর্ম করবে। এভাবেই টিম এগিয়ে যায়। আর আমার মনে হয় যে সেরা প্লেয়ারদের সুযোগ দেওয়া হয়েছে, তারা দেশের হয়ে খেলে নিজেদের প্রমাণ করবে।’