Gautam Gambhir: সাফল্যে ফিরতে আবার গম্ভীর মন্ত্রে দীক্ষা কেকেআরের
KKR: কেউ কেউ থাকেন, যিনি একটা গড়পড়তা টিমকে নিজের দর্শন দিয়ে পাল্টে দেন। মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মার ক্ষেত্রে এই কথা যেমন প্রযোজ্য, তেমনই গম্ভীরও করে দেখিয়েছিলেন। কেকেআর টিম হিসেবে যতই ভালো হোক না কেন, সে ভাবে সাফল্য পাচ্ছিল না। সেই অবস্থায় টিমের হাল ধরেছিলেন। এ বারও সেই বিশ্বাস থেকেই গম্ভীরকে ফেরানো হল কেকেআরে।

কলকাতা: আইপিএলের (IPL) সবচেয়ে সফল টিম হিসেবে মুম্বই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস রয়েছে মগডালে। পাঁচবার করে খেতাব জিতেছে তারা। এমন সাফল্য না হলেও জোড়া খেতাব রয়েছে কেকেআরেরও। ২০১২ ও ২০১৪ সালে আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। তারপর? গত দশটা বছর স্রেফ ব্যর্থতা। তা ভুলতে এ বার সেই চেনা মুখের কাছেই ফিরল শাহরুখ খানের টিম। কেকেআরকে নেতা হিসেবে দুটো আইপিএল দিয়েছিলেন যিনি, সেই গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) আবার দেখা যাবে নাইটদের ডাগআউটে। মেন্টর হিসেবে টিমের সঙ্গে যোগ দিচ্ছেন ভারতের প্রাক্তন বাঁ হাতি ওপেনার। গম্ভীরের পর অনেকেই নেতৃত্ব দিয়েছেন টিমের। কিন্তু কাঙ্খিত সাফল্য আসেনি। তাই গম্ভীর-মন্ত্রে আবার দীক্ষা নিতে চলেছে কেকেআর। TV9Bangla Sports এ বিস্তারিত।
কেউ কেউ থাকেন, যিনি একটা গড়পড়তা টিমকে নিজের দর্শন দিয়ে পাল্টে দেন। মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মার ক্ষেত্রে এই কথা যেমন প্রযোজ্য, তেমনই গম্ভীরও করে দেখিয়েছিলেন। কেকেআর টিম হিসেবে যতই ভালো হোক না কেন, সে ভাবে সাফল্য পাচ্ছিল না। সেই অবস্থায় টিমের হাল ধরেছিলেন। এ বারও সেই বিশ্বাস থেকেই গম্ভীরকে ফেরানো হল কেকেআরে। গম্ভীর টুইটারে লিখেছেন, ‘আমি ফিরছি। আমার খিদে মেটেনি। আমি টিমের ২৩ নম্বর সদস্য। আমি কেকেআর।’ কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কাজ করবেন তিনি। তবে মেন্টর হিসেবে প্রথম দিন থেকেই যে টিমের উপর গম্ভীরের প্রভাব থাকবে, সন্দেহ নেই। আগামী মরসুমে অর্থাৎ ২০২৪ সালে আইপিএল কোন সময় হবে, তা নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে। লোকসভা নির্বাচনের জন্য পিছিয়ে যেতে পারে আইপিএল। যে সময়ই হোক না কেন, গম্ভীর টিম গোছানোর পর্যাপ্ত সময় পাবেন।
সঞ্জীব গোয়েঙ্কার টিম লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে ছিলেন দুটো বছর। লোকেশ রাহুলের নেতৃত্বে টিম ভালো খেলেওছিল। এ বার কেকেআরকে সাফল্য ফেরানোর লক্ষ্য নিয়ে নামবেন গম্ভীর। এক বিবৃতিতে বলেছেন, ‘আমি আবেগতাড়িত লোক নই। অনেক কিছুই আমাকে ছুঁতে পারে না। কিন্তু এটা একদম অন্য রকম একটা ব্যাপার হবে। আমি সেখানে ফিরতে চলেছি, যেখান থেকে শুরু করেছিলাম সব কিছু। বুকে আবার আগুন জ্বলে যাচ্ছে, যখন ভাবছি বেগুনি জার্সি পরে আবার ঘুমোব। শুধু যে কেকেআরে ফিরছি তাই নয়, কলকাতাতে আবার ফিরছি।’
টিমের মালিক শাহরুখ খানও সাফল্যের খোঁজেই গম্ভীরকে ফিরিয়েছেন কেকেআরে, তা পরিষ্কার করে দিয়েছেন। ‘গৌতম বরাবর কেকেআর টিমের অংশ ছিল। আমাদের ক্যাপ্টেন আবার ফিরছে টিমে অন্য অবতারে। মেন্টর হিসেবে। ওকে এতদিন আমরা মিস করেছি। এ বার আমরা সামনে তাকাতে চাই। চান্দুস্যারের সঙ্গে গৌতম আবার টিমে স্পিরিট ফেরাবে, ম্যাচ জেতার আগ্রাসন আনবে, যা ম্যাজিক দেখাবে কেকেআর।’





