AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gautam Gambhir: মিশন চ্যাম্পিয়ন্স ট্রফি সফল, এ বার ভারতের ‘অতিরিক্ত শক্তি’ মাপতে বড় সিদ্ধান্ত গৌতম গম্ভীরের

Team India: সামনের ৩ মাস ভারতের ক্রিকেটারদের আন্তর্জাতিক ডিউটি থাকছে না। ২২ মার্চ আইপিএলের বল মাঠে গড়াবে। তাতে অবশ্য হেড কোচ গৌতম গম্ভীর থেমে থাকার পাত্র নন। এখন থেকেই ভবিষ্যৎ পরিকল্পনা শুরু করে দিয়েছেন তিনি।

Gautam Gambhir: মিশন চ্যাম্পিয়ন্স ট্রফি সফল, এ বার ভারতের 'অতিরিক্ত শক্তি' মাপতে বড় সিদ্ধান্ত গৌতম গম্ভীরের
মিশন চ্যাম্পিয়ন্স ট্রফি সফল, এ বার ভারতের 'অতিরিক্ত শক্তি' মাপতে বড় সিদ্ধান্ত গৌতম গম্ভীরেরImage Credit: Alex Davidson-ICC/ICC via Getty Images
| Updated on: Mar 12, 2025 | 1:16 PM
Share

কলকাতা: সামনের ৩ মাস ভারতের ক্রিকেটারদের আন্তর্জাতিক ডিউটি থাকছে না। ২২ মার্চ আইপিএলের বল মাঠে গড়াবে। তাতে অবশ্য হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) থেমে থাকার পাত্র নন। এখন থেকেই ভবিষ্যৎ পরিকল্পনা শুরু করে দিয়েছেন তিনি। জুলাইতে এ বার শুরু হবে ভারতের টেস্ট সিরিজ। রোহিতরা যাবেন ইংল্যান্ড সফরে। তার আগে এক বড় সিদ্ধান্ত নিয়েছেন গম্ভীর। টিম ইন্ডিয়ার মিশন চ্যাম্পিয়ন্স ট্রফি সফল হয়েছে। এ বার ভারতের অতিরিক্ত শক্তি মেপে নিতে চাইছেন গম্ভীর।

টাইমস অব ইন্ডিয়ার এক রিপোর্ট অনুযায়ী, গৌতম গম্ভীর ভারতের এ টিমের সঙ্গে সফর করতে চলেছেন। আগামী বছর ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ। তার পরের বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওডিআই বিশ্বকাপ। আইসিসির এই তিন টুর্নামেন্টের জন্য শক্তিশালী দল তৈরি রাখতে চাইছেন গৌতম গম্ভীর। যে কারণে ভারত-এ টিমকে দেখে নেওয়ার পরিকল্পনা করেছেন গৌতি। রাহুল দ্রাবিড় ভারতের হেড কোচের দায়িত্ব ছাড়ার পর টিম ইন্ডিয়ার ‘এ’ টিমের কোনও নির্দিষ্ট কোচ নেই। কখনও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ যান ভারত-এ টিমের সঙ্গে সফরে। আবার কখনও এনসিএর অন্য কোনও কোচকে দেওয়া হয় দায়িত্ব।

জুলাইতে ভারত ও ইংল্যান্ডের ৫ টেস্টের সিরিজ রয়েছে। তার আগে ২০ জুন থেকে ইংল্যান্ডে খেলবে ভারত-এ টিম। সেই টিমের সঙ্গেই গম্ভীর এ বার সফর করতে চান। তিনি ইতিমধ্যেই বোর্ডকে নিজের এই পরিকল্পনার কথা জানিয়েছেন। এটা যদি হয়, তা হলে এই প্রথম বার জাতীয় দলের কোনও কোচ এ টিমের সঙ্গে সফরে যাবেন। ২০১৭ সালের ওডিআই বিশ্বকাপের আগে ভারতীয় টিমে নানা বদল হতে পারে। টিম ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চ কতটা শক্তিশালী, তাই সেটা মেপে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গম্ভীর।