Shubman Gill: শুভমনের বিয়ে নিয়ে জল্পনা! ইডেনে ফ্যানের প্রশ্নের উত্তরে কী বললেন গিলের বাবা?
Watch Video: বর্তমানে কলকাতার ইডেনে টেস্ট ম্যাচ খেলছে ভারত। সেই ম্যাচ দেখতে ইডেনে হাজির গিলের বাবা। সেখানে এক ফ্যান শুভমনের বাবাকে সরাসরি প্রশ্ন করে বসেন, 'গিল ভাইয়ের বিয়ে কবে? সারা ম্যাডামের সঙ্গে কি হচ্ছে?'। এই প্রশ্নের উত্তরে ঠিক কী বলেছেন গিলের বাবা?

কলকাতা: ‘হামারি ভাবি ক্যায়সি হো? সারা ভাবি জ্যায়সি হো।’ এই স্লোগান শুভমন গিলের (Shubman Gill) অনুরাগীদের মধ্যে একটা সময় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। যে মাঠেই ম্যাচ খেলতে যেতেন গিল, সেখানে তাঁকে বাউন্ডারি লাইনের সামনে দেখলেই ফ্যানরা এই স্লোগান তুলতে শুরু করত। ভারতীয় ক্রিকেটের প্রিন্স গিলের সঙ্গে একাধিক মহিলার নাম জড়িয়েছে। তাঁর মধ্যে ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের নামও রয়েছে। শুধু তাই নয়, বলি ডিভা সারা আলি খানের নামও জড়িয়েছে গিলের সঙ্গে। তবে শুভমন কখনও কোনও সম্পর্কের কথা স্বীকার করেননি। বর্তমানে কলকাতার ইডেনে টেস্ট ম্যাচ খেলছে ভারত। সেই ম্যাচ দেখতে ইডেনে হাজির গিলের বাবা। সেখানে এক ফ্যান শুভমনের বাবাকে সরাসরি প্রশ্ন করে বসেন, ‘গিল ভাইয়ের বিয়ে কবে? সারা ম্যাডামের সঙ্গে কি হচ্ছে?’। এই প্রশ্নের উত্তরে ঠিক কী বলেছেন গিলের বাবা?
সোশ্যাল মিডিয়ায় শুভমন গিলের বাবার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ইডেনে বসে শুভমনের বাবা লখিন্দর সিং গিল খেলা দেখছেন। তাঁর পাশে একটি বাচ্চা ছেলে বসে রয়েছে। সেখানে ম্যাচ দেখতে আসা এক ফ্যান শুভমনের বাবাকে প্রশ্ন করেন, ‘কাকু গিল ভাইয়ের বিয়ে কবে দিচ্ছ?’ উত্তরে লখিন্দর সিং গিল বলেন, ‘ও জানে সেটা, আমি জানি না।’ এরপর সেই ফ্যান তাঁকে প্রশ্ন করেন, ‘সারা ম্যাডামের সঙ্গেই কি বিয়ে হবে গিলের?’ উত্তরে এরপর শুভমনের বাবা হাত নেড়ে অসম্মতি প্রকাশ করেন।
Shubman Gill’s father is being asked about Sara Tendulkar and Gill’s wedding
Seriously, people in India need to give cricketers and their families some private space.
No wonder Virat Kohli chose to stay away from India because of such behaviour 💔 pic.twitter.com/glOVvPjFLA
— Myra (@Myrax1077) November 14, 2025
নেটিজ়েনরা ওই ভিডিয়োর কমেন্ট সেকশনে অনেকেই নানা মন্তব্য শেয়ার করেছেন। কারও কারও বক্তব্য, এভাবে ছেলের ব্যক্তিগত জীবন নিয়ে বাবাকে প্রশ্ন করা ঠিক নয়। কেউ কেউ আবার লিখেছেন, যিনি ভিডিয়োটি করেছেন, তাঁর আচরণে বদল আনা উচিত। এইভাবে প্রশ্ন করা লজ্জাজনক। আর এক এক্স ব্যবহারকারী লেখেন, খেলা দেখতে হিসেবে ফ্যানরা যেমন আচরণ করেন, তা ভয়াবহ।
