AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gujarat Titans IPL 2022 Auction: বেশি ম্যাচ উইনার নিয়ে টিম গোছাতে চাইছে গুজরাত টাইটান্স

Gujarat Titans IPL 2022 Auction in Bengali: এ বারের আইপিএল থেকে ১০টা টিম খেলবে। নতুন দুটো টিম হিসেবে ঢুকেছে আমেদাবাদ আর গুজরাত। দুটো টিমেরই লক্ষ্য প্রথম মরসুম থেকেই সমর্থক ও ক্রিকেট দুনিয়ার সমীহ আদায় করে নেওয়া। গুজরাত সেই কারণেই তিন ক্রিকেটারকে ইতিমধ্যে তুলেছে রিটেইন ক্রিকেটার হিসেবে।

Gujarat Titans IPL 2022 Auction: বেশি ম্যাচ উইনার নিয়ে টিম গোছাতে চাইছে গুজরাত টাইটান্স
Gujarat Titans IPL 2022 Auction: বেশি ম্যাচ উইনার নিয়ে টিম গোছাতে চাইছে গুজরাত টাইটান্স
| Edited By: | Updated on: Feb 12, 2022 | 8:15 AM
Share

কলকাতা‌: গত আইপিএলে (IPL) দ্বিতীয় সর্বোচ্চ রান করা ফাফ দু প্লেসিকে চেন্নাই সুপার কিংস রিটেইন করেনি। তবে তাঁকে আবার টিমে রাখার জন্য ঝাঁপাবে মহেন্দ্র সিং ধোনির টিম। কিন্তু দু প্লেসিকে পেতে মরিয়া গুজরাত টাইটান্সও (Gujarat Titans)। দিল্লি ক্যাপিটালসও রিলিজ করে দিয়েছে শ্রেয়স আইয়ারকে। বিরাট কোহলি গত আইপিএলের পরই ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন। তাঁর বদলি হিসেবে শ্রেয়সকে তোলার চেষ্টা করবে আরসিবি। গুজরাত কিন্তু মিডল অর্ডার জমাট করার জন্য শ্রেয়সকে তাঁদের পরিকল্পনাতেই রাখছেন। ঠিক যেমন রাখা হচ্ছে সাকিব আর হাসানকে, রবিচন্দ্রন অশ্বিনকে, রবিন উত্থাপ্পাকেও। আসলে, বেশি ম্যাচ উইনার নেওয়াটাই লক্ষ্য তাদের। অবশ্য পার্সের দিকেও নজর রাখতে হচ্ছে তাদের।

এ বারের আইপিএল থেকে ১০টা টিম খেলবে। নতুন দুটো টিম হিসেবে ঢুকেছে আমেদাবাদ আর গুজরাত। দুটো টিমেরই লক্ষ্য প্রথম মরসুম থেকেই সমর্থক ও ক্রিকেট দুনিয়ার সমীহ আদায় করে নেওয়া। গুজরাত সেই কারণেই তিন ক্রিকেটারকে ইতিমধ্যে তুলেছে রিটেইন ক্রিকেটার হিসেবে। ক্যাপ্টেন হিসেবে হার্দিক পান্ডিয়া। বোলার হিসেবে রশিদ খান। এই দু’জনকেই ১৫ কোটি টাকা করে দেওয়া হয়েছে। এবং ৭ কোটি দিয়ে ওপেনার হিসেবে নেওয়া হয়েছে কেকেআরের শুভমন গিল। প্রাথমিক কাজ শেষ হলেও গুজরাটের টিম ম্যানেজমেন্ট ব্যালান্সড টিম বানাতে চাইছে। সেই সঙ্গে টিমের প্রতিটা বিভাগে একজন করে নেতাও খুঁজছে তারা। আর তাই দু প্লেসি, অশ্বিন, শ্রেয়সদের নেওয়ার পরিকল্পনা। তবে একটা ব্যাপার মাথায় রাখতে হচ্ছে তাদের, তালিকায় অধিকাংশ মার্কি প্লেয়ার রাখলেও তাঁদের নেওয়ার জন্য অন্য টিমগুলো ঝাঁপাবে। সেই কারণেই বিকল্পও হাতে রাখছে তারা। তরুণ ভারতীয় ক্রিকেটারদের দিকে নজর রাখা হচ্ছে। বিরাট দর হবে না, এমন বিদেশি ক্রিকেটারও নিতে চাইছেন তাঁরা।

গত আইপিএলে দারুণ ছন্দে ছিলেন দু প্লেসি। ওপেনিং করতে নেমে প্রচুর রান করেছেন, তাই নয়। একই সঙ্গে চাপের মুহূর্তে টিমকে টেনেছেন। শুধু তাই নয়, প্রভূত অভিজ্ঞতা থাকা দু প্লেসির টিম স্ট্র্যাটেজি বানানোর ক্ষেত্রেও মুখ্য ভূমিকা নেন। তিনি থাকলে ক্যাপ্টেন হার্দিকের চাপ অনেক কমবে। শ্রেয়স গত কয়েক মরসুম ধরেই আইপিএল দুনিয়ায় অত্যন্ত সফল ক্রিকেটার। অতীতে একাই দিল্লিকে অনেক ম্যাচ জিতিয়েছেন। শ্রেয়স থাকা মানে মিডল অর্ডারের চাপ অনেক কমবে। কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়া সাকিব আল হাসানও রয়েছেন গুজরাতের লিস্টে। বাঁ হাতি ব্যাট হাতে টিমকে যেমন জেতাতে পারে, বল হাতেও বিপক্ষের মেরুদণ্ড ভেঙে দিতে পারেন। বাংলাদেশের সেরা ক্রিকেটারকে যে কারণে নেওয়ার ভাবনা চিন্তা করছে। পাশাপাশি অশ্বিনের মতো অফস্পিনারকে তুলতে চাইছে তারা। অশ্বিনও চলতি বছরের শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ টিমে ঢোকার জন্য আইপিএলকে বাছতে চাইছেন।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা