AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Harbhajan Singh: করোনা সংক্রমিত হরভজন সিং

৪১ বছরের হরভজন ভারতের হয়ে ১০৩টি টেস্ট, ২৩৬টি একদিনের ম্যাচ ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্ট ক্রিকেটে ৪১৭টি উইকেট রয়েছে তাঁর নামের পাশে। সাদা বলের ক্রিকেট উইকেট সংখ্যাটা ২৯৪। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে দেশের হয়ে একদিনের ক্রিকেটে বিশ্বকাপ (World Cup) জেতেন পাঞ্জাবের ক্রিকেটার। সব মিলিয়ে দেশের হয়ে, ৩৬৭টি আন্তর্জাতিক ম্যাচে উইকেট নিয়েছেন ৭১১টি। করেছেন ৩৫৬৯ রান। টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম হ্যাটট্রিক (test hattrick) নেওয়া বোলার তিনি।

Harbhajan Singh: করোনা সংক্রমিত হরভজন সিং
হরভজন সিং। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Jan 21, 2022 | 2:28 PM
Share

জলন্ধর: করোনা (Corona) থাবা বসাল প্রাক্তন ভারতীয় অফস্পিনার হরভজন সিংয়ের (Harbhajan Singh) শরীরে। আইসোলেশনে আছেন, নিজেকে টুইট করে জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার (Indian cricketer)। তিনি লিখেছেন, “আমার করোনা রিপোর্ট পজেটিভ। নিজেকে আইসোলেট করে রেখেছি এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছি। আমার সংস্পর্শে যারা এসেছিলেন. দয়া করে প্রত্যেকে করোনা টেস্ট করিয়ে নিন। সবাই সুস্থ থাকুন। গত বছর ডিসেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন হরভজন। চলতি মাসে লেজেন্ড ক্রিকেট লিগের খেলার কথা ছিল। তবে আপাতত ঘরবন্দি থাকতে হবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে।

৪১ বছরের হরভজন ভারতের হয়ে ১০৩টি টেস্ট, ২৩৬টি একদিনের ম্যাচ ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্ট ক্রিকেটে ৪১৭টি উইকেট রয়েছে তাঁর নামের পাশে। সাদা বলের ক্রিকেট উইকেট সংখ্যাটা ২৯৪। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে দেশের হয়ে একদিনের ক্রিকেটে বিশ্বকাপ (World Cup) জেতেন পাঞ্জাবের ক্রিকেটার। সব মিলিয়ে দেশের হয়ে, ৩৬৭টি আন্তর্জাতিক ম্যাচে উইকেট নিয়েছেন ৭১১টি। করেছেন ৩৫৬৯ রান। টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম হ্যাটট্রিক (test hattrick) নেওয়া বোলার তিনি।

২০১৫ সালের শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন হরভজন সিং। শেষ একদিনের ম্যাচটাও খেলেছিলেন সেই বছরই। পরের বছর দেশের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ। তারপর থেকে ঘরোয়া ক্রিকেটে পাওয়া গেলেও হরভজনকে আন্তর্জাতিক ক্রিকেটে পাওয়া যায়নি।

আরও পড়ুন: Axar Patel Engagement: জন্মদিনের পার্টিতে বাগদান সেরে ফেরলেন অক্ষর প্যাটেল