Axar Patel Engagement: জন্মদিনের পার্টিতে বাগদান সেরে ফেরলেন অক্ষর প্যাটেল
ভারতীয় ক্রিকেটার অক্ষর প্যাটেল (Axar Patel) ২৮ তম জন্মদিনে বান্ধবী মেহাকে (Meha) বিয়ের প্রস্তাব দিলেন। এবং উত্তরে কাঙ্খিত হ্যাঁ-ই পেলেন। জন্মদিনের পার্টিতে মেহার সঙ্গে বাগদান সেরে ফেললেন দিল্লি ক্যাপিটালসের তারকা। সোশ্যাল মিডিয়ায় এনগেজমেন্টের ছবি পোস্ট করে অক্ষর লেখেন, "আজ আমাদের জীবনের নতুন সূচনা। টুগেদার অ্যান্ড ফরএভার। অনন্তকাল পর্যন্ত তোমাকে ভালোবাসি।"
Most Read Stories