IPL 2024: হার্দিক-রোহিত জল্পনা, ভিডিয়োতে মুম্বই ইন্ডিয়ান্সের বার্তা ‘হম সাথ সাথ…’!
IPL, Mumbai Indians: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচটি ট্রফিই রোহিত শর্মার নেতৃত্বে। শুধু তাই নয়, রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিও জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। হঠাৎই রোহিতকে সরানো নিয়ে প্রবল ক্ষুব্ধ মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরা। এই ফ্র্যাঞ্চাইজিতে কেরিয়ার শুরু হওয়া হার্দিক পান্ডিয়া গত দুই সংস্করণে ছিলেন গুজরাট টাইটান্সে। তাঁকে রিটেইনও করেছিল টাইটান্স। ট্রেডিংয়ে মুম্বইয়ে ফেরেন হার্দিক। তাঁকেই অধিনায়ক করে মুম্বই ইন্ডিয়ান্স।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরুর অনেক আগে থেকেই আলোচনায় মুম্বই ইন্ডিয়ান্স। গত দুই সংস্করণে তাদের পারফরম্যান্স আশানুরূপ হয়নি। রোহিত শর্মার ব্যাটিং পারফরম্যান্স নিয়েও প্রশ্ন ছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেটে বিধ্বংসী ফর্মে থাকায় এ বার রোহিতকে নিয়ে আলাদা প্রত্যাশা তৈরি হয়েছিল। দেশকে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিচ্ছেন রোহিত। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনিই নেতা। সেই রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এরপরই শুরু বিতর্ক। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচটি ট্রফিই রোহিত শর্মার নেতৃত্বে। শুধু তাই নয়, রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিও জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। হঠাৎই রোহিতকে সরানো নিয়ে প্রবল ক্ষুব্ধ মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরা। এই ফ্র্যাঞ্চাইজিতে কেরিয়ার শুরু হওয়া হার্দিক পান্ডিয়া গত দুই সংস্করণে ছিলেন গুজরাট টাইটান্সে। তাঁকে রিটেইনও করেছিল টাইটান্স। ট্রেডিংয়ে মুম্বইয়ে ফেরেন হার্দিক। তাঁকেই অধিনায়ক করে মুম্বই ইন্ডিয়ান্স।
হার্দিককে ক্যাপ্টেন করার পর থেকেই সমর্থকদের মধ্যে অস্বস্তির পালা চলছে। এখনও যেন মেনে নিতে পারছেন না। রোহিত প্রকাশ্যে কিছু বলেননি। হার্দিক প্রেস কনফারেন্সে একসঙ্গে টিমকে সাফল্য দেওয়ার কথা বলেছেন। তাতেও অস্বস্তি কাটছে না। সোমবার মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়েছেন রোহিত শর্মা। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। তাঁর লাস্ট টি-টোয়েন্টি দেশের হয়েই। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলেছিল ভারত। শেষ ম্যাচে সেঞ্চুরি করেছিলেন হিটম্যান।
Har dhadkan, har dil ye bole 𝙈𝙪𝙢𝙗𝙖𝙞 𝙈𝙚𝙧𝙞 𝙅𝙖𝙖𝙣 🎶💙#OneFamily #MumbaiIndians #MumbaiMeriJaan pic.twitter.com/Z911mvKOI1
— Mumbai Indians (@mipaltan) March 18, 2024
মুম্বই শিবিরের অন্দরে রোহিত এবং হার্দিককে নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে বলে জল্পনা। মুম্বই ইন্ডিয়ান্স ভিডিয়ো শেয়ার করেছে। যাতে বার্তা, ‘আমরা সকলে একজোট রয়েছি।’ ভিডিয়োতে সমর্থকদের নানা কমেন্টই আসছে। নতুন ক্যাপ্টেন হার্দিকের কাছে একদিকে যেমন দলকে সাফল্য দেওয়ার চ্যালেঞ্জ তেমনই সমর্থকদের মন জেতাও!