AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hardik Pandya: পাকিস্তানে কেন খেলতে গেলেন না? প্রশ্নের উত্তরে যা বললেন হার্দিক পান্ডিয়া…

ICC Champions Trophy 2025: এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত শুরুতেই জানিয়েছিল, সে দেশে নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ক্রিকেটারদের পাঠানো হবে না। সেই মতো টুর্নামেন্ট হয়েছে হাইব্রিড মডেলে। তাই দুবাইতে ফাইনাল সহ মোট ৫টি ম্যাচ খেলেছে ভারত।

Hardik Pandya: পাকিস্তানে কেন খেলতে গেলেন না? প্রশ্নের উত্তরে যা বললেন হার্দিক পান্ডিয়া...
পাকিস্তানে কেন খেলতে গেলেন না? প্রশ্নের উত্তরে যা বললেন হার্দিক পান্ডিয়া...Image Credit: Alex Davidson-ICC/ICC via Getty Images
| Updated on: Mar 10, 2025 | 4:22 PM
Share

দুবাই: সবে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ… এই প্রবাদের অর্থ, সবাই মিলে কাজ করলে, জয় হোক বা হার তাতে কোনও লজ্জা নেই। ঠিক এই মনোভাবটাই রয়েছে ভারতীয় ক্রিকেট টিমে। দুবাইতে কিউয়ি কাঁটা উপড়ে ফেলে এমনটাই জানিয়েছেন দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। একইসঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার পর তাঁকে এই প্রশ্নও করা হয় যে, কেন ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) খেলতে পাকিস্তানে গেল না। এর কী উত্তর দিলেন হার্দিক?

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত শুরুতেই জানিয়েছিল, সে দেশে নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ক্রিকেটারদের পাঠানো হবে না। সেই মতো টুর্নামেন্ট হয়েছে হাইব্রিড মডেলে। তাই দুবাইতে ফাইনাল সহ মোট ৫টি ম্যাচ খেলেছে ভারত। ফাইনালের পর হার্দিককে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি মনে করি দুবাইতে যে পাকিস্তানের মানুষরা রয়েছেন, তাঁরা আমাদের খেলা উপভোগ করেছেন। আর আমরা সে দেশে কেন খেলতে যাইনি, এর উত্তর দেওয়া আমার এক্তিয়ারের মধ্যে নেই।”

টুর্নামেন্ট শুরু হওয়ার আগে শোনা গিয়েছিল, ভারত নাকি জার্সিতেও আয়োজক পাকিস্তানের নাম চাইছে না। অবশ্য তেমনটা হয়নি। আয়োজক পাকিস্তানের নাম ছিল ভারতের জার্সিতে। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় ক্রিকেটারদের যে সাদা রংয়ের জ্যাকেট দেওয়া হয়, তাতেও ছিল আয়োজক পাকিস্তানের নাম। ফলে এ নিয়ে কোনও সমস্যা হয়নি বলছে ক্রিকেট মহল। তবে পাকিস্তানকে যোগ করে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আর তা হল, ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও কর্তাকে দেখা যায়নি। যা নিয়ে পাকিস্তানের বহু প্রাক্তন ক্রিকেটার নানা মত পোষণ করেছেন।