কলকাতা: দীর্ঘ ২২ বছর অজি-ভূমে জয় পাকিস্তানের। ২০০২ সালের পর ২০২৪, অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজ জিতল পাকিস্তান। হার দিয়ে সিরিজ শুরু করেছিল মহম্মদ রিজওয়ানের পাকিস্তান। শেষটা পাক ক্রিকেটাররা করলেন হাসিমুখে। নতুন ক্যাপ্টেন রিজওয়ানের নেতৃত্বে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায়। আর সিরিজের শেষ ম্যাচে, পারথে এ বার ৮ উইকেটে জয় পাকিস্তানের। ২-১ ব্যবধানে সিরিজও জিতলেন বাবর-রিজওয়ানরা। আর এই ম্যাচেই হঠাৎ করে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) হয়ে ওঠেন পাক বোলার হ্যারিস রউফ (Haris Rauf)। কিন্তু কীভাবে?
সোশ্যাল মিডিয়ায় হ্যারিস রউফের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় ভারতীয় অলরাউন্ডার হার্দিক এ বছর টি-২০ বিশ্বকাপের সময় এক সেলিব্রেশন করেছিলেন। হুবহু সেটাই পারথে করেন হ্যারিস। সেই সময় চলছিল অস্ট্রেলিয়ার ১৪তম ওভার। বল করছিলেন হ্যারিস। অফ স্টাম্পের বাইরের দিকে এক শর্ট-পিচ ডেলিভারি দেন তিনি। ম্যাথু শর্ট পুল শট খেলার চেষ্টা করেন। কিন্তু ডিপ স্কোয়ার লেগে ইরফান খান ছিলেন। তিনি ক্যাচ তালুবন্দি করেন। উইকেট নেওয়ার পর হ্যারিস কাঁধ খানিক ঝুঁকিয়ে দু’হাত পাশে তুলে এমন ভঙ্গি করেন, যেন কিছু হয়নি। হার্দিক পান্ডিয়া টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে শাদাব খানকে আউট করে এইরকম সেলিব্রেশন করেছিলেন।
— PCT Replays 💚 (@PCTReplays) November 10, 2024
Never. Give. Up. 🇮🇳❤️ pic.twitter.com/E48l8y3kkM
— hardik pandya (@hardikpandya7) June 9, 2024
এ বছর ভারত টি-২০ বিশ্বকাপ জেতার পর সামনে ট্রফি এবং গলায় মেডেল পরে একই রকম সেলিব্রেশনের এক ছবি হার্দিক তাঁর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন। হার্দিকের এই সেলিব্রেশন নিয়ে খুব আলোচনা হয়েছিল। এ বার হ্যারিস সেই পথে হাঁটায়, তাঁকে নিয়েও হচ্ছে চর্চা।
🤷♂️🏆 pic.twitter.com/3xyHGX92Sb
— hardik pandya (@hardikpandya7) June 29, 2024
উল্লেখ্য, এই ম্যাচে ২টি উইকেট নিয়েছেন হ্যারিস রউফ। টস হেরে প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া। ৩১.৫ ওভারে ১৪০ রান তুলে অল আউট হয় অস্ট্রেলিয়া। এরপর ১৪১ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৬.৫ ওভারে তা পূরণ করে ফেলে পাকিস্তান। ৮ উইকেটে ম্যাচ জেতেন বাবররা।