Harshal Patel, IPL 2022 Auction: হর্ষল প্যাটেলের চওড়া দাম
Harshal Patel, IPL 2022 Auction: ২০১৯ সালে চোটের জন্য তেমন কিছু করতে পারেননি। পরের বছরও হর্ষল আহামরী ছিলেন না। কিন্তু আরসিবিতে আবার ফেরার পরই পুরো ছবিটা পাল্টে যায়। গত মরসুমে ১৮ ম্যাচে ৩২ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। ২০১৩ সালে ডোয়েন ব্র্যাভোর ৩২ উইকেট নেওয়ার রেকর্ড ছুঁয়ে ফেলেছেন।
বেঙ্গালুরু: দিল্লি ক্যাপিটালস থেকে গত আইপিএলে (IPL) যখন এসেছিলেন, তাঁর দাম ছিল মাত্র ২০ লক্ষ টাকা। সেই তিনিই কিনা রাতারাতি কোটিপতি। নিলামে (IPL 2022 Auction) যা পারফর্ম করলেন হর্ষল প্যাটেল (Harshal Patel), বলতে হবে টাকার দরে আকাশ ছুঁয়ে ফেলেছেন তিনি। নিলামের আগে থেকেই মনে হয়েছিল বিপুল টাকা দর হতে পারে ডান হাতি পেসারের। কিন্তু এতটা উঠবে, বোঝা যায়নি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (Royal Challengers Bangalore) সাফল্য দিয়েছেন গুজরাতের পেসার। আরসিবিই তাঁকে রেখে দিল আগামী মরসুমের জন্য। আইপিএল নাকি ব্যাটারদের খেলা শুধু। পাটা উইকেট, ছোট মাঠে বোলারদের নির্যাতনের গল্প। আদতে যে বোলাররাও দারুণ পারফর্ম করেন, হর্ষল তার উল্লেখযোগ্য উদাহরণ। ২০১২ সাল থেকে আইপিএল খেললেও কখনওই সে ভাবে তারকা হয়ে উঠতে পারেননি। আরসিবিতে সাতটা মরসুম কাটিয়ে চলে গিয়েছিলেন দিল্লিতে। কিন্তু সে ভাবে ছাপ রাখতে পারেননি দুটো বছর।
২০১৯ সালে চোটের জন্য তেমন কিছু করতে পারেননি। পরের বছরও হর্ষল আহামরী ছিলেন না। কিন্তু আরসিবিতে আবার ফেরার পরই পুরো ছবিটা পাল্টে যায়। গত মরসুমে ১৮ ম্যাচে ৩২ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। ২০১৩ সালে ডোয়েন ব্র্যাভোর ৩২ উইকেট নেওয়ার রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। এই প্রথম কোনও ভারতীয় পেসার এত উইকেট পেলেন আইপিএলে। ওই সাফল্যই হর্ষলের এ বার আকাশছোঁয়া দর ওঠার পিছনে অন্যতম।
Here’s a heartfelt message from Harshal Patel for you, 12th Man Army! ???@HarshalPatel23 #PlayBold #WeAreChallengers #IPLMegaAuction #IPL2022 #IPLAuction pic.twitter.com/mUCDTBz1FY
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 12, 2022
নিলামের শুরুতে হর্ষলকে পাওয়ার জন্য লড়াই ছিল আরসিবি আর চেন্নাইয়ের। সেটাই এক সময় হয়ে যায় আরসিবি বনাম হায়দরাবাদ। আইপিএলের সেরা বোলার টিমে থাকলে বোলিং নিয়ে ভাবনা কমে। তাই তিনটে টিম মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু আরসিবি টিম ম্যানেজমেন্ট কোনও ভাবেই ছাড়তে চায়নি তাঁদের তৈরি বোলারকে।
আইপিএলে ৬৩ ম্যাচে ৭৮ উইকেট নিয়েছেন হর্ষল। সেরা বোলিং ৫-২৭। ৩১ বছরের বোলার এখন ভারতীয় টিমের চৌহদ্দিতেও ঢুকে পড়েছেন।
আরও পড়ুন: Ishan Kishan, IPL 2022 Auction: শ্রেয়সকে পিছনে ফেলে আইপিএলের সবচেয়ে দামি ঈশান কিষান