AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ishan Kishan, IPL 2022 Auction: শ্রেয়সকে পিছনে ফেলে আইপিএলের সবচেয়ে দামি ঈশান কিষান

Ishan Kishan, IPL 2022 Auction: ঈশান বলেছেন, 'আমি আবার ফিরছি আমার ঘর, আমচি মুম্বইয়ে। মুম্বই পল্টনকে মিস করছিলাম। আবার এক হওয়ার অপেক্ষায় ছিলাম। প্রচুর স্মৃতি রয়েছে। নতুন করে নতুন গল্প শুরু হবে। টিমের মালিক ও টিম ম্য়ানেজমেন্টকে ধন্যবাদ আমার উপর আস্থা রাখার জন্য।'

Ishan Kishan, IPL 2022 Auction: শ্রেয়সকে পিছনে ফেলে আইপিএলের সবচেয়ে দামি ঈশান কিষান
ঈশান কিশান। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Feb 12, 2022 | 5:44 PM
Share

বেঙ্গালুরু: আইপিএলে কে কখন জিতবে, বলা যায় না। যেমন বলা যায় না, কে কোটিপতি হয়ে যাবেন। দুপুর পর্যন্ত মনে হয়েছিল আইপিএল নিলামে (IPL 2022 Auction) সবচেয়ে দামি ক্রিকেটারের ট্যাগ থাকবে শ্রেয়স আইয়ারেরই। কিন্তু সব হিসেব উল্টে দিয়ে মেগা নিলামের সবচেয়ে দামি হয়ে উঠলেন ঈশান কিষান (Ishan Kishan)। আইপিএলের ইতিহাসে যুবরাজ সিং সবচেয়ে দামি ক্রিকেটার। ১৬ কোটি টাকা দর উঠেছিল তাঁর। যুবির থেকে সামান্য দূরে থামলেন তিনি। ১৫.২৫ কোটি টাকায় তাঁর পুরনো টিম মুম্বই ইন্ডিয়ান্সই (Mumbai Indians) কিনে নিল তাঁকে। নিলামের বাজারে ঈশানের এই দর রীতিমতো চমকে দেওয়ার মতো। ঈশানের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। শুরুতেই পঞ্জাব কিংস আর মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় ঝাড়খণ্ডের উইকেটকিপারকে নিয়ে। দ্রুত ৫ কোটি টাকা দাম উঠে গিয়েছিল। তখনই মনে হয়েছিল ঈশাণ হয়তো ভেঙে দেবেন শ্রেয়সের দামের রেকর্ড। তাই হল, যখন লড়াইয়ে ঢুকে পড়ল সানরাইজার্স হায়দরাবাদও। কিন্তু নীতা আম্বানি ও আকাশ আম্বানি কিছুতেই ছাড়তে চাননি ২৩ বছরের ক্রিকেটারকে। শেষ পর্যন্ত বিপুল অর্থ দিয়ে তাঁকে কিনে নেয় ঈশান।

কেন এত টাকা দর উঠল ঈশানের? তার একটাই কারণ। কিপার-ব্যাটার কুইন্টন ডি’কককে আগেই ছেড়ে দিয়েছিল মুম্বই। তরুণ কিপার হিসেবে ঈশানকেই বিকল্প হিসেবে ভেবে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। এর পিছনে দুটো যুক্তি কাজ করেছে। এক, ওপেনার হিসেবেও খেলতে পারেন তিনি। গত আইপিএলের শেষ দিকে তিনি বিস্ফোরক ইনিংস খেলেছিলেন পর পর। দুই, ভারতীয় টিমেও রয়েছেন তিনি। ফলে সাদা বলের ক্রিকেটে ঋষভ পন্থের মতোই টিমকে জেতানোয় মুখ্য ভূমিকা নেন। গত কয়েক বছর ধরে মুম্বইয়েই খেলছেন। এই সব কথা মাথায় রেখেই তাঁকে হাতছাড়া করতে চায়নি মুম্বই টিম ম্যানেজমেন্ট।

ঈশান বলেছেন, ‘আমি আবার ফিরছি আমার ঘর, আমচি মুম্বইয়ে। মুম্বই পল্টনকে মিস করছিলাম। আবার এক হওয়ার অপেক্ষায় ছিলাম। প্রচুর স্মৃতি রয়েছে। নতুন করে নতুন গল্প শুরু হবে। টিমের মালিক ও টিম ম্য়ানেজমেন্টকে ধন্যবাদ আমার উপর আস্থা রাখার জন্য।’

এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দাম উঠেছে ক্রিস মরিসের। ১৬.২৫ কোটি টাকায় তাঁকে কিনেছিল রাজস্থান। যুবরাজের ১৬ কোটির পরই প্যাট কামিন্সের ১৫.৫০ কোটি দর। কলকাতা তাঁকে বিপুল টাকায় কিনেছিল ২০২০ সালে। সর্বোচ্চ দামের রেকর্ডের তালিকায় প্রথম চারে ঈশান কিষান।

আরও পড়ুন: Kagiso Rabada, IPL 2022 Auction: রাবাদাকে ৯.২৫ কোটি টাকায় কিনল পঞ্জাব কিংস