Kagiso Rabada, IPL 2022 Auction: রাবাদাকে কিনল পঞ্জাব কিংস
Kagiso Rabada, Auction Price : আইপিএল ২০২২ নিলামে (IPL 2022 Auction) কাগিসো রাবাদাকে ( Kagiso Rabada) ৯.২৫ কোটি টাকায় কিনল পঞ্জাব কিংস। ০২০ আইপিএলে ১৭ ম্যাচে ৩০ উইকেট নেন রাবাদা। গত বছরও দিল্লির হয়ে ভালো পারফর্ম করেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে সম্প্রতি দুরন্ত পারফর্ম করছেন রাবাদা।
বেঙ্গালুরু: আইপিএল ২০২২ নিলামে (IPL 2022 Auction) কাগিসো রাবাদাকে ( Kagiso Rabada) ৯.২৫ কোটি টাকায় কিনল পঞ্জাব কিংস (Punjab Kings)। কাগিসো রাবাদাকে দলে নিয়ে বোলিং বিভাগ অনেকটাই শক্তিশালী করল পঞ্জাব কিংস। মহম্মদ সামি হাতছাড়া হওয়ায় একজন ভালো বোলারকে দরকার ছিল পঞ্জাবের। সেই জায়গায় প্রোটিয়া পেসার রাবাদা আসায় দলের বোলিং শক্তি নিঃসন্দেহে অনেকটা বেড়ে গেল। রাবাদার জন্য প্রথমে বিড করে দিল্লি ক্যাপিটালস। আইপিএলে দিল্লির হয়ে বেশ ভালো পারফর্ম করেন রাবাদা। দিল্লি নিলামে প্রথম বিড করলেও আসরে নামে গুজরাত লায়ন্স। ৮ কোটি পর্যন্ত দিল্লি আর গুজরাতের মধ্যেই লড়াই চলে। কিন্তু ৮.২৫ কোটি টাকায় বিড করে আসরে নামে পঞ্জাব। এরপর ৯.২৫ কোটি টাকায় প্রোটিয়া পেসারকে দলে তুলে নেয় পঞ্জাব কিংস।
আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়েই প্রথমে খেলেন রাবাদা। তবে যত দিন গিয়েছে, নিজেকে মেলে ধরেন প্রোটিয়া পেসার। ২০১৭ সালে প্রথম তাকে দলে নেয় দিল্লি। সে বছর ৫০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছিল দিল্লি ফ্র্যাঞ্চাইজি। ২০১৮ সালের নিলামে ফের রাবাদাকে নেয় দিল্লি ক্যাপিটালস। কিন্তু কোমরের চোটের জন্য সে বছর আইপিএল থেকে ছিটকে যান প্রোটিয়া পেসার।
Rabada will don the @PunjabKingsIPL jersey – Congratulations @KagisoRabada25 #TATAIPLAuction @TataCompanies pic.twitter.com/VG5fV6HypK
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
তবে ২০১৯ সালে ফের রাবাদাকে রিটেনড করে দিল্লি ক্যাপিটালস। সে বছর ২৫ উইকেট নেন তিনি। দিল্লির সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের পাশাপাশি আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন সে বছর। ২০২০ আইপিএলে ১৭ ম্যাচে ৩০ উইকেট নেন রাবাদা। গত বছরও দিল্লির হয়ে ভালো পারফর্ম করেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে সম্প্রতি দুরন্ত পারফর্ম করছেন রাবাদ। তাঁকে দলে নেওয়ায় পঞ্জাবের বোলিং শক্তি এক লাফে অনেকটা বেড়ে গেল। আইপিএলের ফাইনালে উঠলেও এখনও খেতাব অধরাই থেকেছে প্রীতি জিন্টার দলের। এ বারের আইপিএলে শক্তিশালী দল গড়ে আগামী দিনে সাফল্য পেতে মরিয়া পঞ্জাব কিংস।
আইপিএল নিলামের লাইভ (IPL AUCTION LIVE) আপডেট দেখতে নজর রাখুন টিভি নাইন বাংলা ডিজিটালে।
আরও পড়ুন: David Warner, IPL 2022 Auction: ৬.২৫ কোটি টাকায় দিল্লি কিনল ওয়ার্নারকে