Harshit Rana: গম্ভীরের ‘ব্লু আইড বয়’ হর্ষিত রানা! তাই কি পেলেন BGT-তে সুযোগ?

Oct 26, 2024 | 11:14 AM

Border-Gavaskar Trophy: গৌতম গম্ভীর ভারতের হেড কোচ হওয়ার পর থেকে হর্ষিত রানা জাতীয় দলে বেশ কয়েকবার ডাক পেয়েছেন। এখনও তাঁর দেশের জার্সিতে ডেবিউ হয়নি ঠিকই, কিন্তু বর্ডার-গাভাসকর ট্রফির মতো স্কোয়াডে সুযোগ পাওয়া মানে হর্ষিতের কাছে বড় ব্যাপার।

Harshit Rana: গম্ভীরের ব্লু আইড বয় হর্ষিত রানা! তাই কি পেলেন BGT-তে সুযোগ?
গম্ভীরের 'ব্লু আইড বয়' হর্ষিত রানা! তাই কি পেলেন BGT-তে সুযোগ?
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: নাইট তরুণ পেসার হর্ষিত রানার (Harshit Rana) মধ্যে বারুদ খুঁজে পেয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কেকেআরের (KKR) মেন্টর থাকাকালীন গম্ভীর খুব কাছ থেকে হর্ষিতকে দেখেছেন। তাঁর মধ্যে কী সম্ভবনা রয়েছে তাও জানেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। শুক্রবার রাতে বোর্ড আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফির স্কোয়াড ঘোষণা করেছে। তাতে নানা চমক রয়েছে। এই প্রথম বার ভারতের টেস্ট টিমে ডাক পেলেন রানা। এর আগে টি-টোয়েন্টি ও ওডিআই স্কোয়াডে ডাক পেলেও খেলার সুযোগ হয়নি রানার। এ বার অজি সফরে রানা যাওয়ার সুযোগ পেতেই ক্রিকেট মহলে খোঁজ পড়েছে তিনি কীসের ভিত্তিতে দলে সুযোগ পেলেন। গম্ভীরের ব্লু আইড বয় বলেই কি অ্যাডভান্টেজ পেলেন হর্ষিত রানা?

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক সূত্র সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘হর্ষিত রানাকে নেওয়া হয়েছে পুরোপুরি গৌতম গম্ভীরের পছন্দের জন্য। তিনি শ্রীলঙ্কা সফর থেকেই রানাকে সমর্থন করছেন। ওকে রিজার্ভ বোলার হিসেবে রাখা হয়েছিল। নভদীপ সাইনি ও মুকেশ কুমারের থেকে ও তরুণ এবং ওদের থেকে দ্রুত বলও করে, তাই মূল স্কোয়াডে জায়গা করে নিয়েছে।’

গৌতম গম্ভীর ভারতের হেড কোচ হওয়ার পর থেকে হর্ষিত রানা জাতীয় দলে বেশ কয়েকবার ডাক পেয়েছেন। এখনও তাঁর দেশের জার্সিতে ডেবিউ হয়নি ঠিকই, কিন্তু বর্ডার-গাভাসকর ট্রফির মতো স্কোয়াডে সুযোগ পাওয়া মানে হর্ষিতের কাছে বড় ব্যাপার। মূল টিমে সুযোগ পেয়েছেন বলে অনেকেই ভ্রুঁ কুচকে বলতেই পারেন গম্ভীরের ‘ব্লু আইড বয়’ তিনি। কিন্তু গৌতম আসলে রানার মধ্যে হয়তো সেই ভবিষ্যৎ সম্ভবনা দেখেছেন, তাই সমর্থন করছেন তাঁকে। দেশের মাটিতে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের পর অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন রোহিত-বিরাটরা। তাঁদের সঙ্গেই এ বার ডনের দেশে দেখা যাবে হর্ষিতকে।

এই খবরটিও পড়ুন

বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), জসপ্রীত বুমরা (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, অভিমন্য়ু ঈশ্বরণ, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।

রিজার্ভ প্লেয়ার- মুকেশ কুমার, নবদীপ সাইনি, খলিল আহমেদ।

Next Article