KKR, IPL: কাদের রিটেন করবে KKR? রিঙ্কু সিং সহ যাঁদের নাম বলছেন নাইট তারকা…

Aug 07, 2024 | 12:05 AM

শ্রেয়স আইয়ারের নেতৃত্বে নাইটরা এ বছর আইপিএল (IPL) জয়ের স্বাদ পেয়েছে। কিন্তু ওই টিমের এক প্লেয়ার বলছেন, মেগা নিলামের আগে কেকেআর (KKR) শ্রেয়সকে রিটেইন করবে কিনা, তা কিন্তু নিশ্চিত নয়। তা হলে এ বছরের বড় নিলামের আগে কোন ৪ ক্রিকেটারকে ধরে রাখতে পারে কিং খানের কেকেআর?

KKR, IPL: কাদের রিটেন করবে KKR? রিঙ্কু সিং সহ যাঁদের নাম বলছেন নাইট তারকা...
KKR, IPL: কাদের রিটেন করবে KKR? রিঙ্কু সিং সহ যাঁদের নাম বলছেন নাইট তারকা...
Image Credit source: Rinku Singh X

Follow Us

কলকাতা: এ বছরের শেষের দিকে রয়েছে আগামী আইপিএলের মেগা নিলাম। ১০ ফ্র্যাঞ্চাইজি কোমর বেঁধে নেমে পড়বে দল সাজাতে। আইপিএলের মেগা নিলাম মানে তিল তিল করে সাজানো দলগুলো ভেঙে যাওয়া। কারণ মেগা নিলাম এলেই কিছু ক্রিকেটারকে ধরে রাখা যায়, আর কিছু ক্রিকেটারদের ছেড়ে দিতে হয় ফ্র্যাঞ্চাইজিগুলোকে। ১৭তম আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে নাইটরা এ বছর আইপিএল (IPL) জয়ের স্বাদ পেয়েছে। কিন্তু ওই টিমের এক প্লেয়ার বলছেন, মেগা নিলামের আগে কেকেআর (KKR) শ্রেয়সকে রিটেইন করবে কিনা, তা কিন্তু নিশ্চিত নয়। তা হলে এ বছরের বড় নিলামের আগে কোন ৪ ক্রিকেটারকে ধরে রাখতে পারে কিং খানের কেকেআর?

কয়েকদিন আগে এক পডকাস্টে হর্ষিত রানাকে প্রশ্ন করা হয়েছিল যে, কোন ৪ ক্রিকেটারকে আইপিএলের মেগা নিলামের আগে রিটেইন করতে পারে কেকেআর? ওই প্রশ্নের উত্তরে হর্ষিত জানিয়েছিলেন, তাঁর মনে হয় কেকেআর আগামী আইপিএলের মেগা নিলামের আগে যে ক্রিকেটারদের রিটেইন করতে পারে তাঁরা হলেন — সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিং। হর্ষিত চার নম্বর ক্রিকেটারের নাম বলতে গিয়ে জানান, তিনি মনে করেন নারিন, রাসেল ও রিঙ্কুকে ধরে রাখবে কেকেআর। কিন্তু চার নম্বর ক্রিকেটার কে হবে, তা নিয়ে তিনি নিশ্চিত নন।

চতুর্থ ক্রিকেটার হিসেবে বরুণ চক্রবর্তী, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানার মধ্যে যে কাউকে ধরে রাখতে পারে কেকেআর। এ কথাও বলেছেন হর্ষিত রানা। দলে অনেক বড় বড় প্লেয়ার রয়েছে। তাঁদের ছেড়ে দেওয়াটা খুব কঠিন। ক্যাপ্টেন পাক্কা রিটেইন হবেন কিনা তা নিয়েও নিশ্চয়তা শোনা যায়নি হর্ষিত রানার মুখে। তাঁর মতে, এ বারের মেগা নিলাম কঠিন হতে পারে কেকেআরের জন্য।

Next Article