Gautam Gambhir: সরাসরি লিডসে যোগ দিচ্ছেন গম্ভীর, বাড়তি দায়িত্ব নিতে নির্দেশ বোর্ডের
India Tour Of England: সফরের প্রথম টেস্ট ম্যাচ লিডসেই। শুভমন গিলের টিমের কাছে এই সফর অগ্নিপরীক্ষা। তার আগে কোচের হঠাৎ দেশে ফেরা কিছুটা হলেও পরিকল্পনায় ধাক্কা খাবে বলে মনে করছেন অনেকে।

কলকাতা: মা হৃদরোগে আক্রান্ত। তড়িঘড়ি দেশে ফিরেছিলেন তিনি। সেই গৌতম গম্ভীর আবার ফিরছেন লন্ডনে। এখনও অবধি যা খবর, ভারতীয় টিমের কোচ ১৭ জুন অর্থাৎ কাল টিমের সঙ্গে যোগ দেবেন। বেকেনহ্যামে অনুশীলন এবং প্রস্তুতি ম্যাচ সেরে লিডসে যাচ্ছে টিম। ২০ জুন শুরু হচ্ছে সফরের প্রথম টেস্ট ম্যাচ লিডসেই। শুভমন গিলের টিমের কাছে এই সফর অগ্নিপরীক্ষা। তার আগে কোচের হঠাৎ দেশে ফেরা কিছুটা হলেও পরিকল্পনায় ধাক্কা খাবে বলে মনে করছেন অনেকে। তবে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ভিভিএস লক্ষ্মনের মতো অভিজ্ঞ ক্রিকেটার তথা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিফ কোচকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে। অবশ্য সরকারি ভাবে নয়, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য।
একটি সূত্র জানাচ্ছে, গম্ভীরের মায়ের শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা হলেও ভালো। যদিও আইসিসিইউতেই রয়েছেন তিনি। তবে চিকিৎসকরা সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছে ভারতীয় কোচের মাকে। আশঙ্কাও অনেকটা কেটেছে বলে খবর। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন গম্ভীর। বলা হচ্ছে, গম্ভীর ১৭ জুন লিডসে টিমের সঙ্গে যোগ দিতে চলেছেন। বোর্ডের একটি সূত্র বলছেন, ‘যাই হোক না কেন, সফর শুরুর আগে টিমের সঙ্গে যোগ দেবেন গম্ভীর।’
একই সঙ্গে লক্ষ্মণকে নিয়ে যে খবর রটেছে, তাও ব্যাখ্যা করা হয়েছে। জানা যাচ্ছে, গম্ভীর জরুরিকালীন পরিস্থিতিতে লন্ডন ছাড়ায় কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছিল দল। ঠিক ওই সময়ই আবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ লক্ষ্মণ লন্ডনে পৌঁছেছিলেন। যদিও তিনি গিয়েছেন অন্য কাজে। সুইৎজারল্যান্ডে একটি সেমিনারে যোগ দেবেন তিনি। গম্ভীর জরুরিকালীন ভিত্তিতে দল ছাড়ায় যে সঙ্কট তৈরি হয়েছিল, তা খানিকটা সামাল দিয়েছেন লক্ষ্মণ। তবে তাঁকে সরকারি কোনও দায়িত্ব দেওয়া হয়নি।
ওই সূত্র ক্রিকবাজ়কে জানিয়েছে, ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ জিততে মরিয়া ভারত। সেই কারণেই লন্ডনে উপস্থিত কোচদের সঙ্গে আলাদা করে কথা বলা হয়েছিল। লক্ষ্মণের কাছে স্বাভাবিক ভাবেই সাহায্য চাওয়া হয় বোর্ডের তরফে। শুধু তাই নয়, জাতীয় নির্বাচকদেরও টিমের সঙ্গে থাকার কথা বলা হয়েছিল। নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর সেখানেই রয়েছেন।





