IPL 2024, SRH vs GT: হায়দরাবাদে প্রবল বৃষ্টি, চাপ বাড়ছে কামিন্সদের! উচ্ছ্বাস কাদের?

Sunrisers Hyderabad vs Gujarat Titans: বিকেল থেকেই হায়দরাবাদে দফায় দফায় বৃষ্টি। নির্ধারিত সময়ে টস করা যায়নি। তবে সময় কিছুটা গড়াতেই পরিস্থিতির উন্নতি হচ্ছিল। রাত ৮টা নাগাদ টস এবং ৮.১৫ নাগাদ ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। যদিও ফের বৃষ্টি নামায় মাঠ ঢাকতে হয়েছে। বৃষ্টির ধারও বেড়েছে। এই ম্যাচ শেষ অবধি হবে কিনা, তা নিয়েও ধোঁয়াশা। প্রকৃতির উপর কারও নিয়ন্ত্রণ নেই।

IPL 2024, SRH vs GT: হায়দরাবাদে প্রবল বৃষ্টি, চাপ বাড়ছে কামিন্সদের! উচ্ছ্বাস কাদের?
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: May 16, 2024 | 8:23 PM

শুভমন গিলরা যেন বৃষ্টি সঙ্গী করেই হায়দরাবাদ এসেছিলেন। আজ লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে গুজরাট টাইটান্স। গত ম্যাচে ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার কথা ছিল গুজরাট টাইটান্সের। প্রবল বৃষ্টিতে অপেক্ষা বাড়ে। ম্যাচ শুরুর প্রস্তুতি চলছিল, এমন সময় ফের বৃষ্টি। শেষ অবধি ম্যাচটি ভেস্তেই যায়। আর তার সঙ্গে প্লে-অফের দৌড় থেকে পুরোপুরি ছিটকে গিয়েছিল গুজরাট টাইটান্স। লিগ পর্বের শেষ ম্যাচে তাড়া করছে বৃষ্টি।

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নামার কথা সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্সের। এই ম্যাচটি শুভমন গিলদের কাছে শুধুই মর্যাদার। তবে তাঁদের পারফরম্যান্সের দিকে নজর রয়েছে পয়েন্ট টেবলের অন্যান্য দলের। সানরাইজার্সকে যদি গুজরাট হারিয়ে দেয়, প্রথম দুইয়ে থাকার সম্ভাবনা বাড়বে রাজস্থান রয়্যালসের। তেমনই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসও এই ম্যাচে গুজরাট জিতলে সুবিধা পাবে। সানরাইজার্সের আরও একটা ম্যাচ বাকি থাকবে। অর্থাৎ শেষ দু-ম্যাচে সানরাইজার্স বিশাল ব্যবধানে হারলে আরসিবি-চেন্নাই দু-দল একসঙ্গেও প্লে-অফে যেতে পারে।

বিকেল থেকেই হায়দরাবাদে দফায় দফায় বৃষ্টি। নির্ধারিত সময়ে টস করা যায়নি। তবে সময় কিছুটা গড়াতেই পরিস্থিতির উন্নতি হচ্ছিল। রাত ৮টা নাগাদ টস এবং ৮.১৫ নাগাদ ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। যদিও ফের বৃষ্টি নামায় মাঠ ঢাকতে হয়েছে। বৃষ্টির ধারও বেড়েছে। এই ম্যাচ শেষ অবধি হবে কিনা, তা নিয়েও ধোঁয়াশা। প্রকৃতির উপর কারও নিয়ন্ত্রণ নেই।

ম্যাচ ভেস্তে গেলে সানরাইজার্সের পয়েন্ট দাঁড়াবে ১৫। তাদের প্লে-অফও নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে নকআউট ম্যাচ। বিরাটদের কাছে বড় চ্যালেঞ্জ, চেন্নাইয়ের রান রেটকে ছাপিয়ে জিততে হবে। চেন্নাই কিংবা আরসিবির মধ্যেই কোনও এক দল যেতে পারবে।