IPL 2022 GT Fixtures: দেখুন এ বারের আইপিএলে নতুন দল হার্দিকের গুজরাতের সূচি
আমেদাবাদ ও লখনউ দুটো নতুন ফ্র্যাঞ্চাইজি আজ খেলতে চলেছে আইপিএল-১৫-র চতুর্থ ম্যাচে।
আমেদাবাদ: এ বারের আইপিএল (IPL) আর ৮ দলের হচ্ছে না। ১০টি দল অংশ নিয়েছে এ বারের আইপিএলে। আমেদাবাদ ও লখনউ দুটো নতুন ফ্র্যাঞ্চাইজি আজ খেলতে চলেছে আইপিএল-১৫-র চতুর্থ ম্যাচে। আমেদাবাদের দলটির নাম হল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। আমেদাবাদের ফ্র্যাঞ্জাইজি কিনেছে সিভিসি ক্যাপিটালস। ৫ হাজার ৬২৫ কোটি টাকার বিনিময়ে টিম কিনেছে তারা। তবে ফ্র্যাঞ্চাইজি সমস্যা কাটিয়ে দলগঠনে অনেক দেরিতে হাত লাগায় আমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি। ড্রাফটিংয়ের মাধ্যমে শুভমন গিল (৮ কোটি), হার্দিক পান্ডিয়া (১৫ কোটি), রশিদ খান (১৫ কোটি) এই তিন ক্রিকেটারকে আগেই দলে নেয় গুজরাত টাইটান্স। এর পর লকি ফার্গুসন, ডেভিড মিলারদের মতো তারকা প্লেয়ারদের নিলাম থেকে কেনে গুজরাত।
এ বারের আইপিএলের গ্রুপ পর্বে গুজরাত টাইটান্স খেলবে মোট ১৪টি ম্যাচ। কবে, কখন, কোথায় হবে গুজরাতের গ্রুপ পর্বের ম্যাচ, দেখুন সূচি….
মার্চ ২৮ – বনাম লখনউ সুপার জায়ান্টস (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
এপ্রিল ২ – বনাম দিল্লি ক্যাপিটালস (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
এপ্রিল ৮ – বনাম পঞ্জাব কিংস (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
এপ্রিল ১১ – বনাম সানরাইজার্স হায়দরাবাদ (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
এপ্রিল ১৪ – বনাম রাজস্থান রয়্যালস (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
এপ্রিল ১৭ – বনাম চেন্নাই সুপার কিংস (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
এপ্রিল ২৩ – বনাম কলকাতা নাইট রাইডার্স (ডিওয়াই পাতিল, বিকেল ৩টে ৩০ মিনিট)
এপ্রিল ২৭ – বনাম সানরাইজার্স হায়দরাবাদ (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
এপ্রিল ৩০ – বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (ব্র্যাবোর্ন, বিকেল ৩টে ৩০ মিনিট)
মে ৩ – বনাম পঞ্জাব কিংস (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
মে ৬ – বনাম মুম্বই ইন্ডিয়ান্স (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
মে ১০ – বনাম লখনউ সুপার জায়ান্টস (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
মে ১৫ – বনাম চেন্নাই সুপার কিংস (ওয়াংখেড়ে, বিকেল ৩টে ৩০ মিনিট)
মে ১৯ – বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
আইপিএল ২০২২ মেগা নিলামের আগে তিন ক্রিকেটারকে ড্রাফ্টিংয়ে নিয়েছিল গুজরাত। নিলাম শেষে ২২ জনের দল গড়েছে টিম গুজরাত।
গুজরাত টাইটান্স স্কোয়াড: হার্দিক পান্ডিয়া, রশিদ খান, শুভমন গিল, লকি ফার্গুসন, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ সামি, যশ দয়াল, ডেভিড মিলার, সাই কিশোর, অভিনব সদারঙ্গানি, আলজারি যোশেফ, ম্যাথু ওয়েড, রহমানুল্লাহ গুরবাজs, ঋদ্ধিমান সাহা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, ডমিনিক ড্রেকস, গুরকিরাত সিং, বরুণ অ্যারন, নুর আহমেদ, দর্শন নালকান্ডে, প্রদীপ সাঙ্গওয়ান।