IPL 2022: ভিন্টেজ ধোনির প্রশংসায় সচিন-পাঠানরা
টুইটারে সচিন লেখেন, 'শুরুটা করেছিল ধীরে। কিন্তু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলের ভিত গড়ে তোলে। সাধারণ বুদ্ধিকে ব্যবহার করেই অনায়াসে রান করল।'
মুম্বই: বয়স শুধুই একটা সংখ্যা মাত্র। চল্লিশ পেরনো মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এখনও দলের আশা ভরসা। আইপিএলের (IPL 2022) প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস (CSK) হারলেও ভিন্টেজ ধোনি ছাপ রেখে গিয়েছেন। ৬১-৪ থেকে দলের স্কোরবোর্ডকে ১৩১ রানে নিয়ে যান। রবীন্দ্র জাডেজার সঙ্গে জুটিতে ওঠে ৭০ রান। যেখানে ধোনি একাই করেন ৫০। একটা সময় মনে হচ্ছিল, দলের স্কোরবোর্ড ১০০ পার করতে পারবে না। কিন্তু বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার ব্যাট হাতে দলকে ভরসা দিলেন। বোঝালেন, তিনি এখনও আগের মতোই ক্ষুরধার। বয়স বাড়লেও পারফরম্যান্স গ্রাফ এখনও উপরের দিকেই আছে। ধোনির পারফরম্যান্স দেখে মুগ্ধ প্রাক্তনীরাও। সচিন তেন্ডুলকর থেকে ইরফান পাঠান, ধোনির ইনিংস দেখার পর মুগ্ধ প্রত্যেকে। আইপিএলে ৩ বছর পর হাফসেঞ্চুরি করলেন ধোনি।
টুইটারে সচিন লেখেন, ‘শুরুটা করেছিল ধীরে। কিন্তু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলের ভিত গড়ে তোলে। সাধারণ বুদ্ধিকে ব্যবহার করেই অনায়াসে রান করল।’
Well played by @msdhoni. He started slowly but used his experience and a combination of composure, aggression and common sense to get @ChennaiIPL to where they are.
Their bowlers will have to bowl exceedingly well to defend the total on this pitch. #CSKvKKR pic.twitter.com/BmfKRyDJOd
— Sachin Tendulkar (@sachin_rt) March 26, 2022
ইরফান পাঠান লেখেন, ‘ধোনির কাছ থেকে একটা অসাধারণ ইনিংস দেখলাম। এত বছর ধরে এ ভাবে খেলা এবং এত ভালো ভালো ইনিংস তৈরি করা মোটেও সহজ কাজ নয়।’
That was brilliant inning from Dhoni. Not easy not playing thru out the year and produce the inning like this!
— Irfan Pathan (@IrfanPathan) March 26, 2022
নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারও চাপে ছিলেন ধোনিকে নিয়ে। ম্যাচ শেষে বলেন, “ধোনি ভাই ক্রিজে থাকলে সব সময় চাপ থাকে। জানতাম, যে কোনও সময় খেলার গতি ঘুরে যেতে পারে। সেটাই হয়েছে। সঙ্গে ছিল শিশির ফ্যাক্টর। বোলারদের বল গ্রিপ করতে খুব সমস্যা হচ্ছিল।”
শুধু প্রাক্তনীরাই নন, ধোনিবন্দনায় নেটিজেনরাও। মাহির ইনিংস দেখার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন ধোনি ভক্তরাও।
আরও পড়ুন: IPL 2022: একজনকে নিয়েই চাপে ছিলেন শ্রেয়স