Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL Mega Auction: মেগা নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি কতজন ক্রিকেটার কিনে দল সাজাতে পারবে? রইল তালিকা

IPL 2025 Mega Auction: আইপিএল রিটেনশন শেষে সবচেয়ে বেশি টাকা যেমন পঞ্জাব কিংসের পার্সে রয়েছে, তেমনই আইপিএল নিলামে সবচেয়ে বেশি প্লেয়ার নিতে পারবে প্রীতির দল।

IPL Mega Auction: মেগা নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি কতজন ক্রিকেটার কিনে দল সাজাতে পারবে? রইল তালিকা
IPL Mega Auction: মেগা নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি কতজন ক্রিকেটার কিনে দল সাজাতে পারবে? রইল তালিকা
Follow Us:
| Updated on: Nov 23, 2024 | 7:00 PM

কলকাতা: সর্বাধিক ২৫, সর্বনিম্ন ১৮ — কী ভাবছেন? কী নিয়ে কথা হচ্ছে? আসলে আগামিকাল আইপিএলের মেগা নিলামের প্রথম দিন। এ বার ২দিন ধরে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বড় নিলাম। ১০ টিম মোট সর্বাধিক ২৫ জন করে ক্রিকেটার নিয়ে একটা স্কোয়াড বানাতে পারবে। আর সর্বনিম্ন ১৮ জন প্লেয়ার নিয়েও কোনও টিম স্কোয়াড গড়তে পারে। সেই দিক থেকে দেখতে হলে মোট ২৫০ জন ক্রিকেটার ১০ টিমে জায়গা পাবেন। তার মধ্যে ৪৬ জন ক্রিকেটারকে রিটেন করেছে ১০ টিম। যার ফলে মেগা নিলামে (IPL Mega Auction) আর টিম পাওয়ার সুযোগ রয়েছে ২০৪ জন ক্রিকেটারের। প্রতি টিমে সর্বাধিক ৮ জন বিদেশি প্লেয়ার রাখতে হবে। ফলে ৭০ জন বিদেশি ক্রিকেটারের কাছে সুযোগ থাকছে নিলামে ভাগ্যপরীক্ষার। আইপিএল রিটেনশন শেষে সবচেয়ে বেশি টাকা যেমন পঞ্জাব কিংসের পার্সে রয়েছে, তেমনই আইপিএল নিলামে সবচেয়ে বেশি প্লেয়ার নিতে পারবে প্রীতির দল। নিলামের মঞ্চে সবচেয়ে কম প্লেয়ার কিনতে পারবে কোন দল জানেন?

এক ঝলকে দেখে নিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামে ১০ টিম কতজন ক্রিকেটারকে কিনতে পারবে—

  • পঞ্জাব কিংস – ২৩টি স্লট রয়েছে (৮ জন বিদেশি ক্রিকেটার)
  • রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ২২টি স্লট রয়েছে (৮ জন বিদেশি ক্রিকেটার)
  • দিল্লি ক্যাপিটালস – ২১টি স্লট রয়েছে (৭ জন বিদেশি ক্রিকেটার)
  • চেন্নাই সুপার কিংস – ২০টি স্লট রয়েছে (৭ জন বিদেশি ক্রিকেটার)
  • সানরাইজার্স হায়দরাবাদ – ২০টি স্লট রয়েছে (৫ জন বিদেশি ক্রিকেটার)
  • গুজরাট টাইটান্স – ২০টি স্লট রয়েছে (৭ জন বিদেশি ক্রিকেটার)
  • লখনউ সুপার জায়ান্টস – ২০টি স্লট রয়েছে (৭ জন বিদেশি ক্রিকেটার)
  • মুম্বই ইন্ডিয়ান্স – ২০টি স্লট রয়েছে (৮ জন বিদেশি ক্রিকেটার)
  • কলকাতা নাইট রাইডার্স – ১৯টি স্লট রয়েছে (৬ জন বিদেশি ক্রিকেটার)
  • রাজস্থান রয়্যালস – ১৯টি স্লট রয়েছে (৭ জন বিদেশি ক্রিকেটার)

নিলাম টেবলে থাকা ১০ দলের দিকেই সকলের নজর থাকবে। কিন্তু বাড়তি নজর থাকবে ২টো দলের উপর। সবচেয়ে বেশি ১১০.৫০ কোটি টাকা নিয়ে নিলামে নামতে চলা পঞ্জাব কিংস ও সবচেয়ে কম ৪১ কোটি টাকা নিয়ে নিলামে নামতে চলা রাজস্থান রয়্যালসের উপর।