Team India: লর্ডসে শুভমন-পন্থরা, প্র্যাক্টিসের সুযোগ পেল না WTC ফাইনালিস্টরা!
India Tour of England: শুভমন গিলের টেস্ট ক্যাপ্টেন্সির শুরুয়াতও। ভাইস ক্যাপ্টেন করা হয়েছে ঋষভ পন্থকে। ইংল্যান্ডে পৌঁছে পরপর দিন প্রস্তুতি সারল ভারতীয় দল। কিন্তু দ্বিতীয় দিনের প্র্যাক্টিসে বিতর্ক তৈরি হল।

ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এর প্রস্তুতিও শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা, বিরাট কোহলিরা টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ইংল্যান্ড সফর থেকে ভারতের নতুন ‘সফর’ও শুরু হচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্ব শুরু হচ্ছে ভারতের। তেমনই শুভমন গিলের টেস্ট ক্যাপ্টেন্সির শুরুয়াতও। ভাইস ক্যাপ্টেন করা হয়েছে ঋষভ পন্থকে। ইংল্যান্ডে পৌঁছে পরপর দিন প্রস্তুতি সারল ভারতীয় দল। কিন্তু দ্বিতীয় দিনের প্র্যাক্টিসে বিতর্ক তৈরি হল। যদিও সেটা ভারতীয় দলের বিতর্ক নয়। অজি মিডিয়ার তরফে বড় দাবি করা হয়েছে।
আগামী ২০ জুন শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ লিডসে। যদিও ইংল্যান্ডে পৌঁছে ভারতীয় দল প্রথম দিন অনুশীলন করেছিল লর্ডসের ইন্ডোর এবং আউটডোর পরিকাঠামোয়। ভারতের সিরিজের আগে ইংল্যান্ডে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। যা শুরু ১১ জুন থেকে। লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন অস্ট্রেলিয়া।
অজি সংবাদমাধ্যমের দাবি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য লর্ডসের ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করতে চেয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু ভারতীয় দল সেই ভেনুতে প্র্যাক্টিস করছিল। অজি মিডিয়ার দাবি, ভারতের প্র্যাক্টিস থাকায় প্যাট কামিন্সদের সেখানে অনুশীলনের অনুমতি মেলেনি। ফক্স ক্রিকেটের রিপোর্ট অনুযায়ী, প্র্যাক্টিস করতে গিয়েও ফিরে আসতে হয় তাদের। এমনই দাবি।
ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে লর্ডসেও ম্যাচ রয়েছে ভারতীয় দলের। যদিও সেটি জুলাইয়ের ১০ তারিখ থেকে। এখন থেকেই প্রস্তুত ভারত!
