MI vs RCB: আইপিএলে টস কেলেঙ্কারি, অ্যাডভান্টেজ হার্দিক? সোশ্যাল মিডিয়ায় তুমুল কাজিয়া

Apr 13, 2024 | 5:13 PM

IPL 2024: টানা হারের হ্যাটট্রিকের পর ২টো ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিরাট কোহলিদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স ওয়াংখেড়েতে জিতেছিল। ওই ম্যাচে জসপ্রীত বুমরা ৫ উইকেট নিয়েছিলেন। সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ ও রোহিত শর্মাদের ব্যাটে ভর করে মুম্বই ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। এ বার ওই ম্যাচ ঘিরেই জোর চর্চা চলছে। কারণ কী?

MI vs RCB: আইপিএলে টস কেলেঙ্কারি, অ্যাডভান্টেজ হার্দিক? সোশ্যাল মিডিয়ায় তুমুল কাজিয়া
MI vs RCB: হার্দিককে বিশেষ সুবিধা দেওয়ার গুরুতর অভিযোগ, টস কেলেঙ্কারি নিয়ে চর্চা তুঙ্গে
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: রবিবার ওয়াংখেড়েতে আইপিএলের (IPL) অন্যতম হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মারা। এই ম্যাচের আগে বিতর্ক দানা বেঁধেছে মুম্বই ইন্ডিয়ান্স টিমকে নিয়ে। টানা হারের হ্যাটট্রিকের পর ২টো ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিরাট কোহলিদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স ওয়াংখেড়েতে জিতেছিল। ওই ম্যাচে জসপ্রীত বুমরা ৫ উইকেট নিয়েছিলেন। সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ ও রোহিত শর্মাদের ব্যাটে ভর করে মুম্বই ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। এ বার ওই ম্যাচ ঘিরেই জোর চর্চা চলছে। কারণ কী?

সোশ্যাল মিডিয়ায় মুম্বই বনাম আরসিবি ম্যাচের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেটি টস কেন্দ্রিক। নেটিজ়েনদের দাবি মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল ম্যাচে টসের সময় কয়েন উল্টে দিয়েছিলেন ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ। যে কারণে টস হার্দিক পান্ডিয়ার পক্ষে যায়। সোশ্যাল মিডিয়া সাইট X এ অনেকেই লিখেছেন, ওই ম্যাচে টস ফিক্সড হয়েছে।

ওই ম্যাচে টসের সময়ের অন্য এক অ্যাঙ্গেলের ভিডিয়ো সোশ্যাল মিডিয়া সাইট X এ শেয়ার করে একজন লিখেছেন, ‘টসের একটা পরিষ্কার ভিডিয়ো। এরপরও তোমার যদি সন্দেহ থাকে তা হলে হয় তুমি চোখের হাসপাতাল না হলে মানসিক হাসপাতালে যেতে পারো।’ অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন এই বলে যে, হোম ম্যাচ বলে বাড়তি সুবিধে করে দেওয়া হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। যাতে তিনি নিজের পছন্দমতো বোলিং বা ব্যাটিং বেছে নিতে পারেন।

ফাফ ডু’প্লেসিদের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ১৯৬ রান করেছিল আরসিবি। আর জবাবে ২৭ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় হার্দিক পান্ডিয়ার টিম।

 

Next Article