Hardik Pandya: রোহিত-সূর্য-বুমরার নাম করে নিজেকে কেন ভাগ্যবান বললেন হার্দিক পান্ডিয়া?

Mar 19, 2025 | 7:00 PM

IPL 2025, MI: এ বারের আইপিএল শুরু হওয়ার আগে হার্দিক পান্ডিয়ার সামনে নতুন চ্যালেঞ্জ। গত মরসুমের খারাপ অভিজ্ঞতা ভুলে নতুন ভাবে শুরু করা। তার আগে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরার নাম করে নিজেকে ভাগ্যবান বললেন হার্দিক পান্ডিয়া। কিন্তু কেন?

Hardik Pandya: রোহিত-সূর্য-বুমরার নাম করে নিজেকে কেন ভাগ্যবান বললেন হার্দিক পান্ডিয়া?
রোহিত-সূর্য-বুমরার নাম করে নিজেকে কেন ভাগ্যবান বললেন হার্দিক পান্ডিয়া?
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: এ বারের আইপিএলে (IPL) মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) ট্র্যাকে ফেরাতে মরিয়া অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। গত বছর থেকে টুর্নামেন্টের ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই দলটাকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক। ২০২৪ সালের আইপিএলে মুম্বইয়ের পারফরম্যান্স খুবই খারাপ ছিল। যার ফলে গত মরসুমে হার্দিককে অনেক কথা শুনতে হয়েছিল। তাঁর আগে এই টিমের অধিনায়কের সিংহাসনে ছিলেন রোহিত শর্মা। এ বার হার্দিকের সামনে নতুন চ্যালেঞ্জ। গত মরসুমের খারাপ অভিজ্ঞতা ভুলে নতুন ভাবে শুরু করা। তার আগে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরার নাম করে নিজেকে ভাগ্যবান বললেন হার্দিক পান্ডিয়া। কিন্তু কেন?

আইপিএল শুরু হওয়ার আগে প্রাক-মরসুম প্রেস কনফারেন্সে হার্দিক পান্ডিয়া জানান, তিনি নতুন উদ্দমে, নতুন মরসুম শুরু করার জন্য উচ্ছ্বসিত। তাঁর কথায়, “সামনে নতুন মরসুম। আমি খুব উত্তেজিত। সব যেন ভালো হয়, সেদিকে নজর দিতে চাই। এই নিয়ে আইপিএলে চতুর্থ মরসুমে অধিনায়কের দায়িত্ব পালন করতে হবে। বেশ কিছু প্রত্যাশা তো থাকেই। এটা আমার কাছে শিক্ষার। চাপ নেওয়ার ক্ষমতাও বাড়ায়। নতুন জিনিস শিখছি। প্রতিদিন উন্নতি করার চেষ্টা করি। যতটা পারি শেখার চেষ্টা করি।’

এমআই টিমটা একা হার্দিকের নেতৃত্বে চলে না। মুম্বইয়ের শক্তিশালী লিডারশিপ গ্রুপ রয়েছে। যেখানে রয়েছে বড় বড় নাম। হার্দিকের কথায়, “ক্যাপ্টেন্সি নিয়ে বলতে হলে আমি বলব, আমার কাছে ৩ ক্যাপ্টেন রয়েছে। ওদের বিস্তর অভিজ্ঞতা রয়েছে। তাই নিজেকে ভাগ্যবান মনে করি। রোহিত, সূর্য, বুমরাকে যখনই আমার প্রয়োজন হয়, পাশে পাই। ওরা বরাবর আমাকে উৎসাহিত করে।”

এই খবরটিও পড়ুন