Dinesh Karthik: সদ্য IPL-কে বিদায় জানিয়েছেন, বিশ্বকাপের বিমানে দীনেশ কার্তিক!
ICC MEN’S T20 WC 2024: রবি শাস্ত্রী, নাসের হোসেন, ইয়ান স্মিথ, মেলানি জোনস, হর্ষ ভোগলে ইয়ান বিশপরা থাকছেন। এ ছাড়াও কিংবদন্তি সুনীল গাভাসকরও রয়েছেন তালিকায়। পুরুষ ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য যেমন দীনেশ কার্তিক, ইবোনি রেনফোর্ড-ব্রেন্ট, স্যামুয়েল বদ্রী, কার্লোস ব্রেথওয়েট, অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথও রয়েছেন তালিকায়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বর্ণময় কেরিয়ারে ইতি। যদিও ট্রফির হতাশা থাকলোই দীনেশ কার্তিকের। মরসুমের শুরুতেই ইঙ্গিত দিয়েছিলেন, এ বারই তাঁর শেষ আইপিএল। শুরুতে ৮ ম্যাচের মধ্যে মাত্র একটি জয়ে ধুঁকছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা আধডজন ম্যাচ জিতে প্লে-অফে পৌঁছেছিল আরসিবি। সেখানেই সফর শেষ। এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হেরে এ বারের মতো বিদায় নেয় আরসিবি। সফর শেষ হয় দীনেশ কার্তিকেরও। আইপিএলে অনবদ্য খেলছিলেন। একটা সময় দাবি ওঠে, তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রাখা হোক। সেটা যদিও হয়নি। তবে বিশ্বকাপে যাচ্ছে অন্য ভূমিকায়।
দীর্ঘদিন ধরেই ধারাভাষ্যের সঙ্গে যুক্ত দীনেশ কার্তিক। আবার খেলোয়াড়ের ভূমিকাতেও দেখা গিয়েছে। আইপিএল শেষ। এ বার গ্লাভস, ব্যাট তুলে রেখে মাইক হাতে দেখা যাবে দীনেশ কার্তিককে। ২ জুন শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ যৌথ ভাবে বিশ্বকাপ আয়োজন করছে। এ দিন আইসিসির তরফে বিশ্বকাপে ধারাভাষ্যকারদের প্যানেল প্রকাশ করা হয়েছে। তাতে রয়েছেন দীনেশ কার্তিকও।
বিশ্বকাপের কমেন্ট্রি প্যানেলে একঝাঁক কিংবদন্তি রয়েছেন। রবি শাস্ত্রী, নাসের হোসেন, ইয়ান স্মিথ, মেলানি জোনস, হর্ষ ভোগলে ইয়ান বিশপরা থাকছেন। এ ছাড়াও কিংবদন্তি সুনীল গাভাসকরও রয়েছেন তালিকায়। পুরুষ ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য যেমন দীনেশ কার্তিক, ইবোনি রেনফোর্ড-ব্রেন্ট, স্যামুয়েল বদ্রী, কার্লোস ব্রেথওয়েট, অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথও রয়েছেন তালিকায়।
এ বারের বিশ্বকাপ প্রসঙ্গে দীনেশ কার্তিক বলছেন, ‘নানা দিক থেকেই এ বারের বিশ্বকাপ আলাদা মাত্রা রাখে। ২০টি দেশ অংশ নিচ্ছে। ৫৫টি ম্যাচ। বেশ কিছু নতুন ভেনুতে বিশ্বকাপ। সব মিলিয়ে দুর্দান্ত একটা বিষয়। তারকাদের সঙ্গে কমেন্ট্রি প্যানেলে থাকতে পেরে ভালো লাগছে। সদ্য খেলে আসায় আমার কাছে কাজটা আরও আকর্ষণীয় হতে চলেছে।’