AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Champions Trophy 2025: বিশ্বকাপের মাঝে আইসিসির বড় ঘোষণা, পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে কোন কোন দেশ?

ICC: ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy)। এ বছরই নয়, ২০২৫ সালে পাকিস্তানে (Pakistan) হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই মুহূর্তে ভারতের মাটিতে চলছে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup)। তারই মাঝে আইসিসি জানিয়ে দিল পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন কোন দল খেলবে। মোট ৮টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে।

Champions Trophy 2025: বিশ্বকাপের মাঝে আইসিসির বড় ঘোষণা, পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে কোন কোন দেশ?
Champions Trophy 2025: বিশ্বকাপের মাঝে আইসিসির বড় ঘোষণা, পঁচিশের চ্যাম্পিয়ন্স লিগে খেলবে কোন কোন দেশ? Image Credit: Twitter
| Edited By: | Updated on: Oct 29, 2023 | 8:08 PM
Share

দুবাই: ক্রিকেট ক্যালেন্ডার আবার ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy)। এ বছরই নয়, ২০২৫ সালে পাকিস্তানে (Pakistan) হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই মুহূর্তে ভারতের মাটিতে চলছে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup)। তারই মাঝে আইসিসি জানিয়ে দিল পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন কোন দল খেলবে। মোট ৮টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। তার মধ্যে পাকিস্তান যেহেতু আয়োজক তাই সরাসরি বাবর আজমরা ২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন। আর বাকি ৭টি দল হবে কারা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে কারা? বিশ্বকাপের মাঝেই মিলল ইঙ্গিত

ভারতে চলতি বিশ্বকাপ থেকে পাওয়া যাবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ। এই টিকিট পাবে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষে পয়েন্ট টেবলের প্রথম ৭টি দল। ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা ৪টি দল ছাড়াও আরও তিনটি দল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে। আসলে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষে পয়েন্ট টেবলের পঞ্চম থেকে সপ্তম স্থানে থাকা দলগুলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে।

চ্যাম্পিয়ন্স ট্রফিকে বলা হয়ে থাকে মিনি বিশ্বকাপও। আপাতত চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবলের যা পরিস্থিতি, তাতে ছয় ম্যাচে খেলে ৫টিতে জিতে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানে ভারত। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। এই চার দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ রয়েছে। এ ছাড়া চলতি ওডিআই বিশ্বকাপ পয়েন্ট টেবলের পাঁচে রয়েছে শ্রীলঙ্কা। ছয়ে বাবর আজমের পাকিস্তান এবং সাত নম্বরে রয়েছে হাসমতউল্লাহ শাহিদির আফগানিস্তান। পয়েন্ট টেবলের পরিস্থিতি অনুযায়ী, গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, সাকিব আল হাসানের বাংলাদেশ এবং স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডসের ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ আপাতত অনেকটাই কম। এ বার দেখার বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ অবধি কোন ৭ দল পেয়ে যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকিট।

চলতি বছরের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত সে দেশে খেলতে যায়নি। তাই হাইব্রিড মডেলে খেলা হয়। ২০২১ সালে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর ভেনু ঘোষণা করা হয়েছিল, সেই সময় থেকেই আলোচনা শুরু হয়েছিল, আদৌ ভারত কি আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে? এখন আবার সেই আলোচনা ফিরে এল।