T20 World Cup 2021: পাকিস্তান ম্যাচ দেখার জন্য আফগান তাণ্ডব, তদন্তের নির্দেশ
পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের জন্য কোভিড প্রোটোকল মেনে ১৬ হাজার দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু ম্যাচ শুরু হওয়ার অনেক আগে থেকেই টিকিটহীন দর্শকদের ভিড় বাড়তে থাকে। তারা মাঠে ঢোকার জন্য বচসা শুরু করে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে।
দুবাই: রীতিমতো তাণ্ডব। বা তার থেকেও বেশি। পাকিস্তান (Pakistan) ম্যাচে টিকিট ছাড়াই কয়েক হাজার আফগানিস্তান (Afghanistan) সমর্থক দুবাইয়ের ক্রিকেট স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। যা ধস্তাস্তিতে পৌঁছয়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, টিকিট হাতে থাকা সত্ত্বেও অনেকে মাঠে ঢুকতে পারেননি। নিরাপত্তা রক্ষীরা গেট বন্ধ করে দেওয়ায়। পুলিশি হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে হয়। কিন্তু তাতেই সব শেষ হয়নি। এমিরেটস ক্রিকেট বোর্ডকে তদন্তের নির্দেশ দিয়েছে আইসিসি (ICC)। আর আফগান টিমের ক্যাপ্টেন মহম্মদ নবি দেশের দর্শকদের নিয়ম মেনে চলার আর্জি জানিয়েছেন।
পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের জন্য কোভিড প্রোটোকল মেনে ১৬ হাজার দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু ম্যাচ শুরু হওয়ার অনেক আগে থেকেই টিকিটহীন দর্শকদের ভিড় বাড়তে থাকে। তারা মাঠে ঢোকার জন্য বচসা শুরু করে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত আসরে নামে পুলিশ। নবি বলেছেন, ‘আফগান সমর্থকদের বলব, দয়া করে টিকিট কিনে স্টেডিয়ামে আসুন। এই ঘটনা আর কখনও ঘটাবেন না। এটা দেশের জন্য তো বটেই, ক্রিকেটের জন্যও ভালো নয়।’
যে সব দর্শক টিকিট কেটে মাঠে এসেও ঢুকতে পারেননি, তাঁদের কাছে ক্ষমা চেয়েছে আইসিসি। এক বিবৃতিতে তারা বলেছে, ‘১৬ হাজার টিকিট ম্যাচের জন্য ইস্যু করা হয়েছিল। কিন্তু অনেক দর্শক টিকিট ছাড়াই মাঠে ঢোকার চেষ্টা করেন। দুবাইয়ের পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা দর্শকরা যাতে নিশ্চিন্তে ম্যাচ দেখতে পারেন, তা নিশ্চিত করেছেন। আইসিসি, বিসিসিআই এবং ইসিবি সেই সব দর্শকদের কাছে ক্ষমা চাইছে, যাঁরা টিকিট থাকা সত্ত্বেও মাঠে ঢুকতে পারেননি।’
লন্ডন থেকে আসা এক পাক সমর্থক বলেছেন, ‘ম্যাচ দেখার জন্য লন্ডন থেকে এসেছিলাম। কিন্তু টিকিট ছাড়া কিছু দর্শক মাঠে ঢোকার জন্য এমন হামলা চালিয়েছিল যে, স্টেডিয়ামের গেট বন্ধ করে দেওয়া হয়। বাধ্য হয়ে আমরা টি-টেন ম্যাচ দেখতে চলে যাই।’
দুই পড়শি দেশের ম্যাচ নিয়ে অনেক আগে থেকেই উত্তাপ ছিল। আফগানিস্তান টি-টোয়েন্টিতে বরাবর ভালো খেলে। পাকিস্তান আবার এই বিশ্বকাপে দারুণ ফর্মে। যে কারণে এই ম্যাচের উত্তেজনা চরমে পৌঁছেছিল। আর তাই পাক ও আফগান সমর্থকরা এই ম্যাচ দেখার জন্য মুখিয়ে ছিলেন। কিন্তু স্টেডিয়ামের বাইরেও যে উত্তেজনা ছড়াতে পারে, তা আশা করেনি আয়োজকরা।
আরও পড়ুন: South Africa vs Sri Lanka Live Score, T20 World Cup 2021: টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত প্রোটিয়াদের