ICC World Cup 2023 Points Table: ইডেনে বিরাটের সোনালি অধ্যায়ের পর এক নজরে বিশ্বকাপের পয়েন্ট টেবল
ICC ODI World Cup 2023: চলতি ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালের দু'টি জায়গা দখল করে নিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের পয়েন্ট টেবলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করতে চলেছে ভারত। রবিবার ইডেনে প্রোটিয়াদের বিরুদ্ধে বড় জয় পেয়েছে ভারত। আপাতত একঝলকে দেখে নিন বিশ্বকাপের পয়েন্ট টেবলে কোন দল রয়েছে কোথায়।
কলকাতা: ভারতের মাটিতে চলতি ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) গ্রুপ পর্ব দেখতে দেখতে শেষের দোরগোড়ায়। টানা ৮ ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৪৩ রানের বিরাট ব্যবধানে জিতেছে ভারত। সেই সঙ্গে বিশ্বকাপের পয়েন্ট টেবলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করতে চলেছে মেন ইন ব্লু। চলতি বিশ্বকাপের সেমিফাইনালের দু’টি জায়গা দখল করে নিয়েছে টিম ইন্ডিয়া ও দক্ষিণ আফ্রিকা। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। তার আগে এক ঝলকে দেখে নিন ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলে কোন দল কোথায় রয়েছে। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপে আটে আট করেছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। টানা ৮ ম্যাচ জিতে ভারতের পয়েন্ট হল ১৬। পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে মেন ইন ব্লু। নেট রানরেট +২.৪৫৬। রবিবার ইডেনে ভারতকে যদি হারিয়ে দিত দক্ষিণ আফ্রিকা, তা হলে ডি’ককদের পয়েন্ট হয়ে যেত ১৪। আর ফের শীর্ষস্থান হারিয়ে ফেলত ভারত। কিন্তু ক্রিকেটের নন্দনকাননে দক্ষিণ আফ্রিকাকে বিরাট ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষস্থান মজবুত করেছে টিম ইন্ডিয়া। টেবলের দ্বিতীয় স্থানে রয়েছেন তেম্বা বাভুমারা। প্রোটিয়ারা ৮ ম্য়াচ খেলে ৬টিতে জিতেছে। হেরেছে ২টিতে। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১২। নেট রানরেট +১.৩৭৬। বিশ্বকাপের পয়েন্ট টেবলের তিনে রয়েছে অস্ট্রেলিয়া। ৭ ম্যাচ খেলে অজিদের জয় ৫টি, হার ২টি। পয়েন্ট ১০। নেট রানরেট +০.৯২৪। নিউজিল্যান্ড টানা চার ম্যাচ হারার পরও রয়েছে বিশ্বকাপের পয়েন্ট টেবলের চারে। কিউয়িরা ৮ ম্যাচে খেলে ৪টিতে জিতেছে। হেরেছে ৪টি। পয়েন্ট ৮। নেট রানরেট +০.৩৯৮।
কিউয়িদের বিরুদ্ধে শনিবার পাকিস্তান বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জেতায় এখনও সেমিফাইনালের দৌড়ে টিকে রয়েছে। পয়েন্ট টেবলের পাঁচে রয়েছে গ্রিন আর্মি। ৮ ম্যাচে বাবরজের জয় ৪টি, হার ৪টি। নেট রানরেট +০.০৩৬। পয়েন্ট ৮। আফগানিস্তান এখনও শেষ চারের লড়াইয়ে টিকে রয়েছে। তার জন্য বাকি থাকা দু’টি ম্যাচ বিরাট ব্যবধানে জিততে হবে আফগানদের। পয়েন্ট টেবলের ছয়ে রয়েছে আফগানিস্তান। পয়েন্ট ৮। নেট রানরেট -০.৩৩০। এখনও অবধি রশিদরা ৭টি ম্যাচে জিতেছেন ৪টি ম্যাচ আর হেরেছেন ৩টিতে।
আপাতত বিশ্বকাপের পয়েন্ট টেবলের সাতে রয়েছে কুশল মেন্ডিসের শ্রীলঙ্কা। এখনও অবধি ৭টি ম্য়াচ খেলে শ্রীলঙ্কা জিতেছে ২টি ও হেরেছে ৫টি। পয়েন্ট ৪। নেট রানরেট -১.১৬২। আজ বাংলাদেশের বিরুদ্ধে নামবে লঙ্কানরা। এ বারের আইসিসি ৫০ ওভারের বিশ্বকাপের পয়েন্ট টেবলের আটে রয়েছে স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস। এখনও অবধি বিশ্বকাপে ৭টি ম্যাচে খেলে ডাচরা জিতেছে ২টি এবং হেরেছে ৫টি ম্যাচ। পয়েন্ট ৪। নেট রানরেট -১.৩৯৮। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে টাইগার্সরা। পয়েন্ট টেবলে নয়ে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের ৭টি ম্যাচে বাংলাদেশ মাত্র জিতেছে ১টিতে। হেরেছে ৬টিতে। পয়েন্ট ২। নেট রানরেট -১.৪৪৬। বিশ্বকাপের শেষ চারের লড়াই থেকে ছিটকে গিয়েছেন সাকিব আল হাসানরা। আর যা বিশ্বকাপের সবচেয়ে হতাশাজনক কাণ্ডের অন্যতম, তা হল পয়েন্ট টেবলের সবচেয়ে নীচে রয়েছে জস বাটলারের ইংল্যান্ড। এখনও অবধি ৭ ম্যাচ খেলে ১টিতে মাত্র জিতেছে ইংল্যান্ড। হেরেছে ৬টিতে। নেট রানরেট -১.৫০৪। পয়েন্ট ২। সেমির দৌড়ে আর নেই ইংল্যান্ড।