Babar Azam: ‘শক্তিশালী দলের বিরুদ্ধে টানা তিনটে ছয় মেরে দেখাক…’, বাবর আজমকে ওপেন চ্যালেঞ্জ!

Watch Video: ২২ গজে ৬ বলে ছয় ছক্কার রেকর্ড একাধিক ক্রিকেটার গড়েছেন। আইপিএলে ৫ বলে ৫ ছক্কার রেকর্ড গড়েছেন কেকেআরের ক্রিকেটার রিঙ্কু সিং। পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার এ বার জানিয়েছেন, তিনি মনে করেন একটানা ৩টে ছয় মারতে পারবেন না বাবর। তিনি বাবরকে ওপেন চ্যালেঞ্জও দিয়েছেন।

Babar Azam: 'শক্তিশালী দলের বিরুদ্ধে টানা তিনটে ছয় মেরে দেখাক...', বাবর আজমকে ওপেন চ্যালেঞ্জ!
Babar Azam: 'শক্তিশালী দলের বিরুদ্ধে টানা তিনটে ছয় মেরে দেখাক...', বাবর আজমকে ওপেন চ্যালেঞ্জ!Image Credit source: Babar Azam X
Follow Us:
| Updated on: May 06, 2024 | 7:05 PM

কলকাতা: এ বারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তান টিমকে ফের নেতৃত্ব দেবেন বাবর আজম। চলতি মে মাসেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে পাকিস্তানের। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ ম্যাচের টি-২০ সিরিজ খেলবেন বাবর আজমরা। এই দুই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে বাবরের গ্রিন আর্মি। বিশ্বকাপের আগে শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে বাবরের ওপর আস্থা রেখেছে পিসিবি। এ বার দেখার বাবর (Babar Azam) সেই আস্থার মান রাখতে পারেন কিনা। ২২ গজে ৬ বলে ছয় ছক্কার রেকর্ড একাধিক ক্রিকেটার গড়েছেন। আইপিএলে ৫ বলে ৫ ছক্কার রেকর্ড গড়েছেন কেকেআরের ক্রিকেটার রিঙ্কু সিং। পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার এ বার জানিয়েছেন, তিনি মনে করেন একটানা ৩টে ছয় মারতে পারবেন না বাবর। তিনি বাবরকে ওপেন চ্যালেঞ্জও দিয়েছেন।

বাবর আজমের ওপর আস্থা নেই পাকিস্তানের কোন প্রাক্তন ক্রিকেটারের?

সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বসিত আলি তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘যদি বাবর আজম সেরা টিমগুলোর বিরুদ্ধে একটানা তিনটে ছয় মারে, তা হলে আমি আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেব। মার্কিন যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের মতো টিমগুলোর বিরুদ্ধে টানা ৩টে ছয় মারলে হবে না, সেরা দলগুলোর বিরুদ্ধে মারতে হবে।’

বাবরকে চ্যালেঞ্জ জানিয়ে থেমে থাকেননি বসিত। আরও বলেন, ‘যদি ও এই চ্যালেঞ্জটা গ্রহণ করে, তা হলে ও বলুক যে এই চ্যালেঞ্জটা করে দেখাবে। আর যদি এ বারের বিশ্বকাপে এই তিনটে ছক্কা মারতে না পারে, তা হলে আর ওর ওপেন করা ঠিক হবে না।’

উল্লেখ্য, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বাবর এখনও ১১৪টি ম্যাচ খেলেছেন। তাতে করেছেন ৩৮২৩ রান। রয়েছে ৩টি সেঞ্চুকি ও ৩৪টি হাফসেঞ্চুরি।