KKR, IPL 2025: ইডেনে নিজেদের জালে জড়িয়ে যাবে না তো কেকেআর?
IPL 2025: কেকেআরের প্রতিপক্ষ আজ, ইডেনে শুধু কি হায়দরাবাদ? নাকি... প্রথম ম্যাচের পর থেকেই চলছিল ইডেনে পিচ বিতর্ক। এ বারও কি সেই বিতর্ক তাড়া করবে নাইটদের?

কলকাতা: একদিকে সানরাইজার্সের বিধ্বংসী ব্যাটিং। অন্যদিকে নাইটদের দুই দুরন্ত স্পিনার। একদিকে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, হেনরিখ ক্লাসেনের মতো ব্যাটাররা। অন্যদিকে তাঁদেরকে আটকানোর জন্য বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, মইন আলির মতো মোক্ষম দাওয়াই। চলতি মরসুমে খারাপ শুরুর মুখে পড়েছে দুই দলই। একটি করে জয় আর দুটি করে হারের মুখ দেখেছে দুই টিমই। আজ ইডেনে চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়ানোর লড়াই দুটো দলের। কেকেআরের (KKR) প্রতিপক্ষ শুধু কি হায়দরাবাদ? প্রথম ম্যাচের পর থেকেই চলছিল ইডেনে পিচ বিতর্ক। এ বারও কি সেই বিতর্ক তাড়া করবে নাইটদের?
প্রথম ম্যাচের আগে থেকেই আরও এক লড়াই চলছিল পিচ প্রস্তুতকারক এবং কেকেআরের মধ্যে। এই বিতর্কের পর তৈরি করা হয়েছে নতুন পিচ। নাইটদের দাবি মেনে যে পিচ হবে স্পিনার সহায়ক। যদিও মেন্টর ডোয়েন ব্র্যাভোর মতে, পিচ যেমনই হোক না কেন তাতে ম্যাচে বিশেষ কিছু প্রভাব পড়বে না। যে দল ভালো খেলবে, তারাই জিতবে। ইডেনে পিচের থেকে অনেক বড় হল কেকেআরের সমর্থকদের সমর্থন।
কেকেআরের ব্যাটারদের ফর্ম এই মরসুমে ভালো নয়। ডি’কক একটি ম্যাচে রান পেয়েছেন। কিন্তু বাকি দুটি ম্যাচে রান পাননি। একই অবস্থা সুনীল নারিনের। মিডল অর্ডারের অবস্থাও তথৈবচ। ব্যর্থ হয়েছেন ভেঙ্কটেশ আইয়ারও। ফেল করেছে কেকেআরের ‘আর আর আর’। অর্থাৎ রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল ও রমনদীপ সিং। এই পরিস্থিতিতে এ বার প্রশ্ন উঠছে, চাহিদা মতো স্পিন সহায়ক পিচ তৈরি হল হয়তো, কিন্তু সেই ঘূর্ণির জালে পড়ে যাবে না তো রাহানের টিম?
এই খবরটিও পড়ুন




বিপক্ষ দলে যে শুধু বিধ্বংসী ব্যাটার আছে তাই-ই নয়, আছেন মহম্মদ সামি, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেলের মতো অভিজ্ঞ পেসাররা। যাঁরা নতুন বলে ব্যাটারদের কোমর ভেঙে দিতে সিদ্ধহস্ত। এখানেই শেষ নয়, আছেন অ্যাডাম জাম্পা, জিসান আনসারি, রাহুল চাহারদের মতো স্পিনাররা। যাঁরা স্পিন সহায়ক পিচে জ্বলে উঠতে জানেন। পিচের লাভ তুলতে পারবে, নাকি আবার হারের মুখে পড়বে কলকাতা, সেটাই দেখার আজকের ম্যাচে।





