IND vs AUS, 1st ODI Live Streaming: জেনে নিন কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওডিআই ম্যাচ

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Mar 16, 2023 | 2:28 PM

India vs Australia ODI Series: শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া সীমিত ওভারের সিরিজ। তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু হচ্ছে শুক্রবার থেকে।

IND vs AUS, 1st ODI Live Streaming: জেনে নিন কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওডিআই ম্যাচ
Image Credit source: গ্রাফিক্স: টিভি৯ বাংলা

মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ ভারত জিতেছে ২-১ ব্যবধানে। বর্ডার-গাভাসকর ট্রফি ঘরে নিয়ে যেতে পারেনি অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজে মাথা নত করলেও ওডিআইতে ভারতকে (India vs Australia) চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি ক্যাঙারুরা। শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওডিআই সিরিজ। প্রথম ম্যাচে দুটি দলই পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ককে। মায়ের অসুস্থতা ও পরে মৃত্যুর কারণে ওডিআই সিরিজে (ODI Series) খেলছেন না অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স। টেস্ট সিরিজ চলাকালীনই সিডনি ফিরে গিয়েছিলেন প্যাট। বিশ্বকাপ জয়ের স্টেডিয়াম ওয়াংখেড়েতে প্রথম ওডিআই ম্যাচে খেলবেন না ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma)। ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচ থেকে ছুটি চেয়েছেন রোহিত। দ্বিতীয় ম্যাচ থেকে দলের সঙ্গে জুড়বেন তিনি। তাঁর অনুপস্থিতিতে মেন ইন ব্লু-র নেতৃত্ব সামলাবেন হার্দিক পান্ডিয়া। হার্দিক অতীতে টি-২০ সিরিজে নেতৃত্ব দিয়েছেন। এই প্রথম জাতীয় দলের হয়ে ওডিআই ম্যাচে অধিনায়কত্ব করবেন তারকা অলরাউন্ডার। ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি কবে ও কীভাবে দেখবেন দেখে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।

কবে রয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওডিআই ম্যাচ?

ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওডিআই ম্যাচটি রয়েছে ১৭ মার্চ অর্থাৎ শুক্রবার।

কোথায় খেলা হবে এই ম্যাচ?

ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওডিআই ম্যাচটি খেলা হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওডিআই ম্যাচ কখন শুরু হবে?

ম্যাচটি শুরু হবে দুপুর ১:৩০টা নাগাদ। ১টার সময় টস হবে।

কোথায় দেখবেন ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওডিআই ম্যাচের লাইভ স্ট্রিমিং?

ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে।

কোথায় দেখবেন ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওডিআই ম্যাচের লাইভ টেলিকাস্ট?

ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওডিআই ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া ডিডি স্পোর্টস চ্যানেলেও দেখতে পাবেন ম্যাচের সরাসরি সম্প্রচার।

ভারতের ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, রবীন্দ্র জাডেজা, বিরাট কোহলি, কুলদীপ যাদব, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, শুভমন গিল, শার্দূল ঠাকুর, উমরান মালিক, জয়দেব উনাদকট, ওয়াশিংটন সুন্দর, সূর্যকুমার যাদব।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla