IND VS AUS 2nd Test: ৬৯-১ থেকে ৮১-৪! ব্যাটন এ বার ক্যাপ্টেনের হাতে
India vs Australia Pink Ball Test: অনবদ্য ব্যাটিং করছিলেন লোকেশ রাহুল। কিন্তু লাক সারাদিন সঙ্গ দেবে তা নয়। নতুন স্পেলে এসেই ভারতীয় শিবিরে দ্বিতীয় ধাক্কা। এ বার সেই মিচেল স্টার্ক। ওভার দ্য উইকেট বোলিং করছিলেন। কাট শট খেলতে চান রাহুল। কিন্তু স্লিপ কর্ডনে অনবদ্য ক্যাচ নাথান ম্যাকসোয়েনির। সেখান থেকেই অ্যাডভান্টেজ হারায় ভারত।
নাটকীয় প্রথম সেশন। অ্যাডিলেডে ভারতের শুরুটা হতাশার হলেও দ্রুতই ঘুরে দাঁড়ায়। লোকেশ রাহুল ও শুভমন গিল জুটিতে দুর্দান্ত খেলছিলেন। কিন্তু সেশনের শেষ দিকে হঠাৎই ফের পট পরিবর্তন। লোকেশ রাহুলের ‘লাকি’ ডে স্থায়ী হল না একটা সেশনও। কট বিহাইন্ডের আবেদন, নো-বল ড্রামা, স্নিকোতে নো স্পাইক। স্লিপে ক্যাচ মিস। এরপর দুর্দান্ত কিছু ড্রাইভ, কাট শট। অনবদ্য ব্যাটিং করছিলেন লোকেশ রাহুল। কিন্তু লাক সারাদিন সঙ্গ দেবে তা নয়। নতুন স্পেলে এসেই ভারতীয় শিবিরে দ্বিতীয় ধাক্কা। এ বার সেই মিচেল স্টার্ক। ওভার দ্য উইকেট বোলিং করছিলেন। কাট শট খেলতে চান রাহুল। কিন্তু স্লিপ কর্ডনে অনবদ্য ক্যাচ নাথান ম্যাকসোয়েনির। সেখান থেকেই অ্যাডভান্টেজ হারায় ভারত।
বিরাট মাঠে নামতেই পরিবেশ বদলে যায়। মিচেল স্টার্কের প্রথম ডেলিভারিই টার্গেটে। বিরাটও খেললেন মাঝব্যাটেই। প্রজন্মের সেরা ব্যাটারকে নিয়ে গ্যালারিতে গর্জন। পারথের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন। প্রত্যাশাও বেড়েছে। অ্যাডিলেড তাঁর কাছে প্রিয় মাঠ। তিনটি টেস্ট সেঞ্চুরি রয়েছে এই মাঠে। গত সফরে পিঙ্ক বল টেস্টে ৭৪ রানের অনবদ্য ইনিংস। এ দিনও শুরুটা হল দুর্দান্তই। প্রথম সাত বলে সাত রান। স্টার্ক নতুন ওভার শুরু করেন। প্রথম বলেই স্লিপে ক্যাচ, ৮ বলে ৭ রানে ডাগআউটে কোহলি।
‘অ্যাডভান্টেজ’ শব্দটা হঠাৎই ঘুরে গেল অস্ট্রেলিয়ার দিকে। ৩৭ রানে ফিরেছিলেন লোকেশ রাহুল। প্রথম সেশন কাটিয়ে দিতে পারলে তাঁর কাছে দুর্দান্ত সুযোগ ছিল। দ্বিতীয় সেশনে তুলনামূলক ভাবে ব্যাটিং সহজ হতে পারে। কিন্তু লাক সঙ্গ দিল না। ৭ বলের ব্যবধানে আউট বিরাট কোহলিও। ক্রিজে ঋষভ পন্থ। পরিস্থিতি সামাল দেওয়ার আগেই আরও বড় ধাক্কা। বিরাটের আউটের পরের ওভারের প্রথম বলেই শুভমনকে লেগ বিফোর করেন স্কট বোল্যান্ড। ক্রিজে আসেন ক্যাপ্টেন রোহিত শর্মা। ব্রেকের আগে আর ১১টি ডেলিভারি। তবে ৬৯-১ থেকে দ্রুতই ৮১-৪! অস্বস্তি বাড়ছিল ভারতীয় শিবিরে। ব্রেকের আগে আর উইকেট না হারানোই মূল লক্ষ্য ছিল। একটা আতঙ্ক তৈরি হলেও আর কোনও উইকেট হারায়নি ভারত।