IND vs BAN: কোচ-ক্যাপ্টেনের কী বার্তা ছিল? রিঙ্কু সিং জানালেন নিজেই…
India vs Bangladesh 2nd T20I: বাংলাদেশের বিরুদ্ধেও প্রথম ম্যাচে ব্যাট হাতে নামার প্রয়োজন পড়েনি। সেই রিঙ্কু সিংই দিল্লিতে দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছেন। চাপের মুখে গুরুত্বপূর্ণ জুটি, হাফসেঞ্চুরি। কী বার্তা দিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর?
বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দলীপ ট্রফিতে একটি ম্যাচ খেলেছেন। ছন্দে দেখায়নি। তার আগে উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগে অবশ্য ভালো খেলেছিলেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটের কথা বললে, একটা বিরতির পর অবশেষে সেই রিঙ্কু সিংকে দেখা গেল বুধবার। টি-টোয়েন্টি বিশ্বকাপে স্ট্যান্ড বাই ছিলেন। এরপর জিম্বাবোয়, শ্রীলঙ্কা সফরে খেললেও পর্যাপ্ত সুযোগ পাননি। বাংলাদেশের বিরুদ্ধেও প্রথম ম্যাচে ব্যাট হাতে নামার প্রয়োজন পড়েনি। সেই রিঙ্কু সিংই দিল্লিতে দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছেন। চাপের মুখে গুরুত্বপূর্ণ জুটি, হাফসেঞ্চুরি। কী বার্তা দিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর?
প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে ৮৬ রানের বিশাল ব্যবধানে জয়। পাঁচে নেমে ২৯ বলে ৫৩ রানের ইনিংস রিঙ্কুর। দুর্দান্ত দুটি পার্টনারশিপও গড়েছিলেন। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রিঙ্কু সিং বলেন, ‘কোচ এবং ক্যাপ্টেনের পরিষ্কার বার্তা ছিল, পরিস্থিতি যাই হোক স্বভাবসিদ্ধ খেলা খেলতে। আর সহজ করে বললে, বার্তা ছিল- বল দেখো, মারতে থাকো।’
রিঙ্কু অবশ্য দুই কাজই করেছেন। পাঁচে ব্যাটিং মানে বেশির ভাগ ক্ষেত্রেই ইনিংসের শেষের দিকে নামতে হয়। কখনও আবার দ্রুত উইকেট পড়লে পাওয়ার প্লে-তেই। দ্বিতীয় ম্যাচে যেমন শুরুতেই ৩ উইকেট পড়ায় ষষ্ঠ ওভারেই নামতে হয়েছে। রিঙ্কু বলছেন, ‘আমি যে পজিশনে খেলি, ম্যাচের ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে নামতে হয়। শুরুর দিকে নামতে হলে, লক্ষ্য থাকে সিঙ্গল-ডাবল নিয়ে স্কোরবোর্ড সচল রাখা এবং খারাপ ডেলিভারির অপেক্ষা করা। সেটাই চেষ্টা করেছি এই ম্যাচে।’