
রোহিত শর্মা নেই। বিরাট কোহলিও তাঁর পরই অবসর নিয়েছেন। দুই সুপারস্টারকে ছাড়া ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ। নানা আশঙ্কা ছিল। সিরিজের ফল যদিও ভারতের পক্ষে নেই। চার ম্যাচ হয়েছে। সিরিজে ভারত পিছিয়ে ১-২ ব্যবধানে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের মিস করছে না ভারতীয় দল? মাঠে কিছু কিছু সময় যে করছে বলাই যায়। ধারাভাষ্যকাররাও সেই প্রসঙ্গ তুলে ধরছেন। ক্যাপ্টেন্সি এবং স্ট্র্যাটেজি নিয়ে অনেক কিছুই ভাবার জায়গা রয়েছে শুভমন গিলের। তবে ভারতের ব্যাটাররা এখনও অবধি দুর্দান্ত পারফর্ম করছে। এর মধ্যে বিশেষ একজনের প্রশংসায় ভারতের প্রাক্তন ক্রিকেটার।
ভারতীয় দলের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া মনে করছেন, এই সিরিজে একজনকে দেখে মনে হচ্ছে যেন তপস্বীর মতো ব্যাট করছেন। কেউ তাঁর মনোসংযোগ ভাঙতে পারছেন না। ঠিক যেন কোনও মুনি-ঋষি। মনোসংযোগ ভাঙা কঠিন। ইংল্যান্ডের বিরুদ্ধে একাধিক ব্যাটার দুর্দান্ত পারফর্ম করছেন। শুভমন গিল ইতিমধ্যেই সিরিজে ৭০০-র উপর রান করেছেন। চতুর্থ টেস্টের পর ছিটকে যাওয়া ঋষভ পন্থও। রবীন্দ্র জাডেজা ধারাবাহিক ভালো খেলছেন। কিন্তু সকলের মাঝে একজন যেমন ধারাবাহিক তেমনই ফোকাসড। তিনি লোকেশ রাহুল।
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ইতিমধ্যেই ৬৩.৮৮ গড়ে ৫১১ রান করেছেন লোকেশ রাহুল। দুটো সেঞ্চুরিও করেছেন। ম্যাঞ্চেস্টার টেস্টেও দ্বিতীয় ইনিংসে অল্পের জন্য সেঞ্চুরি মিস। তবে রাহুলের ২৩০ বলে ৯০ রানের ইনিংস ভারতের ড্র করতে পারার অন্যতম কারণ। আকাশ চোপড়ার কথায়, ‘আশা করি, একটা সময় লোকেশ রাহুলও যোগ্য সম্মান পাবে। ও একজন তপস্বীর মতো খেলছে। ক্রিজে ওকে দেখে মুগ্ধ হয়ে যাই। গত ম্যাচে ও সেঞ্চুরি মিস করলেও ভারতের টপ অর্ডারের মেরুদণ্ড লোকেশ রাহুলই।’
তা হলে কি রোহিত শর্মাকে আর মিস করছে না কেউ? আকাশ চোপড়া অবশ্য বলছেন, ‘কোনও না কোনও সময় রোহিতকে মিস করবে টিম, এমনটা প্রত্যাশিতই ছিল। তবে রাহুল ও যশস্বী আত্মবিশ্বাসী একটা স্টার্ট দিচ্ছে। যা খুবই গুরুত্বপূর্ণ।’