AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs PAK: মিনি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ যদি টাই হয়! তা হলে কী হবে?

ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ, ২৩ ফেব্রুয়ারির ম্যাচ জিতলে ভারত সেমিফাইনালের পথে পা বাড়াবে। আর পাকিস্তান হারলে নকআউট থেকে বিদায় কার্যত নিশ্চিত। এই পরিস্থিতিতে যদি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচ টাই হয়, তা হলে কী হবে?

IND vs PAK: মিনি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ যদি টাই হয়! তা হলে কী হবে?
IND vs PAK: মিনি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ যদি টাই হয়! তা হলে কী হবে? Image Credit: Getty Images
| Updated on: Feb 23, 2025 | 1:19 PM
Share

দুবাই: আর কয়েকটা ঘণ্টা পরই ভারত-পাকিস্তানের ‘যুদ্ধ’। এই যুদ্ধ অবশ্য ২২ গজে। কিন্তু তাতে কী, উত্তেজনায় কোনও খামতি নেই দুই দেশের ক্রিকেট প্রেমীদের। যখনই ক্রিকেট মাঠে এই দুটো দল মুখোমুখি হয়েছে ওয়াঘার ওপার এবং এপারে বিরাট মাতামাতি দেখা গিয়েছে। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) এই যুযুধান দুই দলের লড়াই হতে চলেছে দুবাইয়ে। জয় দিয়ে ভারত চলতি মিনি বিশ্বকাপে খেলা শুরু করেছে। অপরদিকে উদ্বোধনী ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছিল পাকিস্তানকে। আজ, ২৩ ফেব্রুয়ারির ম্যাচ জিতলে ভারত সেমিফাইনালের পথে পা বাড়াবে। আর পাকিস্তান হারলে নকআউট থেকে বিদায় কার্যত নিশ্চিত। এই পরিস্থিতিতে যদি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচ টাই হয়, তা হলে কী হবে?

ICC-র নিয়ম অনুযায়ী যদি কোনও ম্যাচ টাই হয়, তার রেজাল্ট কীভাবে পাওয়া যাবে?

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক ম্যাচ এবং টুর্নামেন্টের অপর ম্যাচগুলির কোনওটি যদি টাই হয়, তা হলে সেই ম্যাচের ফয়সলা হবে সুপার ওভারের মাধ্যমে। দুবাইতে অনুষ্ঠিত হতে চলা ভারত-পাক ম্যাচটি দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদিকে, পাকিস্তান সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য এই ম্যাচটি জিততে চাইবে। অপরদিকে ভারতীয় দল পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে চাইবে। যদি ম্যাচটি টাই হয়, তা হলে উভয় দলই চাইবে সুপার ওভারে বাজিমাত করতে।

আসলে, আইসিসি এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি ম্যাচের জন্য একই নিয়ম রেখেছে। সেই অনুযায়ী, যদি কোনও ম্যাচ টাই হয়, তা হলে সুপার ওভারের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি সুপার ওভারও টাই হয়, তা হলে আরেকটি সুপার ওভার খেলা হবে। এই ভাবে, ম্যাচের ফলাফল না পাওয়া পর্যন্ত সুপার ওভারে খেলা চলতে থাকবে। তবে যদি পরিস্থিতি এমনই হয় যে ম্যাচের ফলাফল নির্ধারণ করা যাবে না, তা হলে দুই দলের মধ্যে সমান পয়েন্ট ভাগ করে দেওয়া হবে।

নকআউট পর্বে কি এভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে?

যদি দুটি সেমিফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে টাই হয়, তা হলে সুপার ওভারের মাধ্যমে ফলাফল নির্ধারিত হবে। যদি ম্যাচ চলাকালীন বৃষ্টি হয়, তা হলে তার জন্য একটি রিজার্ভ ডে রাখা হয়েছে। তবে প্রথমে পূর্বনির্ধারিত তারিখে ম্যাচের ফলাফল পাওয়ার চেষ্টা করা হবে। যদি তা সম্ভব না হয়, তবে বাকি ম্যাচটি রিজার্ভ ডে-তে খেলা হবে। যদি DLS নিয়ম ব্যবহার করে ম্যাচের ফলাফল নির্ধারণের চেষ্টা করা হয়, তা হলে নকআউট ম্যাচগুলিতে পরে ব্যাট করা দলকে কমপক্ষে ২৫ ওভার খেলতে হবে। আর গ্রুপ পর্বে ২০ ওভার খেলা হলেই এই নিয়মটি ব্যবহার করা হবে।