AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shreyas Iyer: খেলতে চান না শ্রেয়স আইয়ার, জানিয়ে দিলেন নির্বাচকদের!

India vs West Indies Test Series: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে তাঁকে নিয়ে হয়তো অন্য ভাবনা ছিল। যে কারণে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে মাল্টি ডে ফর্ম্যাটে ক্য়াপ্টেনও করা হয়েছিল। প্রথম ম্যাচ খেললেও দ্বিতীয় বেসরকারি টেস্ট থেকে সরে দাঁড়ান। নির্বাচকদের শ্রেয়স জানিয়েছেন টেস্ট খেলবেন না!

Shreyas Iyer: খেলতে চান না শ্রেয়স আইয়ার, জানিয়ে দিলেন নির্বাচকদের!
Image Credit: PTI
| Updated on: Sep 24, 2025 | 10:00 AM
Share

এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হয়নি শ্রেয়স আইয়ারের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চোখ ধাঁধানো পারফর্ম করা শ্রেয়সের সুযোগ না পাওয়া নিয়ে প্রচুর প্রশ্ন ওঠে। এখানেই শেষ নয়, এশিয়া কাপের আগে ইংল্য়ান্ড সফরে টেস্ট স্কোয়াডেও জায়গা হয়নি। শ্রেয়স শুধুমাত্র ওয়ান ডে ফর্ম্যাটেই জাতীয় দলে জায়গা ধরে রেখেছেন। তবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে তাঁকে নিয়ে হয়তো অন্য ভাবনা ছিল। যে কারণে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে মাল্টি ডে ফর্ম্যাটে ক্য়াপ্টেনও করা হয়েছিল। প্রথম ম্যাচ খেললেও দ্বিতীয় বেসরকারি টেস্ট থেকে সরে দাঁড়ান। নির্বাচকদের শ্রেয়স জানিয়েছেন টেস্ট খেলবেন না!

আগামী ২ অক্টোবর থেকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ভারতের। স্কোয়াড বেছে নেওয়ার কথা আজ। ইতিমধ্যেই যে আলোচনা হয়ে গিয়েছে, তা পরিষ্কার। দুবাইতে রয়েছেন বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগরকর। হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনায় দেখা গিয়েছে তাঁকে। টিম কী হতে পারে, তা নিয়ে প্রাথমিক আলোচনা শেষ। ঘোষণার অপেক্ষা। তার আগে শ্রেয়সের অনুরোধ বোর্ডের কাছেও যেমন অস্বস্তি হতে পারে, তেমনই শ্রেয়সের কাছেও।

সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, শ্রেয়সের ব্য়াক পেইনের সমস্যা রয়েছে। সেই কারণেই অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ থেকে সরে দাঁড়ান। শুধু তাই নয়, লাল-বলের ক্রিকেটের চাপ নিতে পারছেন না, নির্বাচকদের নাকি এমনই জানিয়েছেন শ্রেয়স। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্কোয়াড ঘোষণার পরই চিত্রটা পরিষ্কার হবে।

মিডল অর্ডার শক্তিশালী করতে শ্রেয়সের কথা ভাবা হচ্ছিল। করুণ নায়ারকে আদৌ রাখা হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। শ্রেয়সও না খেললে সরফরাজ খানের দিকে ঝুঁকতে পারেন নির্বাচকরা। ওজন কমিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরে রানও করেছেন সরফরাজ।