AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND W vs ENG W Test: ২৫ বছরের রেকর্ড ভেঙে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে বদলা হরমনপ্রীতের ভারতের

India Women beat England in Test: সিংহীদের বিরুদ্ধে এই টেস্ট যে টিম ইন্ডিয়া জিতবে তা প্রায় দ্বিতীয় দিনের পরই বোঝা গিয়েছিল। হলও তেমনটাই। ঠিক আড়াই দিনের মাথায় ইংল্যান্ডকে হারিয়ে বছর ২৫ আগের রেকর্ড ভেঙে দিলেন দীপ্তি শর্মা, হরমনপ্রীত কৌররা। ভারতের অলরাউন্ড পারফরম্যান্সের কাছে হার স্বীকার করে নিল ইংল্যান্ড।

IND W vs ENG W Test: ২৫ বছরের রেকর্ড ভেঙে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে বদলা হরমনপ্রীতের ভারতের
ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় দীপ্তি-হরমনপ্রীতদের।Image Credit: PTI
| Edited By: | Updated on: Dec 16, 2023 | 1:43 PM
Share

মুম্বই: ঘরের মাঠে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স হরমনপ্রীত কৌরের ভারতের (India)। সিংহীদের বিরুদ্ধে এই টেস্ট যে টিম ইন্ডিয়া জিতবে তা প্রায় দ্বিতীয় দিনের পরই বোঝা গিয়েছিল। হলও তেমনটাই। ঠিক আড়াই দিনের মাথায় ইংল্যান্ডকে হারিয়ে বছর ২৫ আগের রেকর্ড ভেঙে দিলেন দীপ্তি শর্মা, হরমনপ্রীত কৌররা। ভারতের অলরাউন্ড পারফরম্যান্সের কাছে হার স্বীকার করে নিল ইংল্যান্ড। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আড়াই দিনে টেস্ট সিরিজ জেতায় ভারতীয় শিবিরে খুশির হাওয়া। প্রথম ইনিংসে ৪২৮ রান করে ভারত। ঠিক তেমনই দ্বিতীয় দিনে দেখা গিয়েছিল ভারতীয় স্পিনারদের দাপট। মাত্র ১৩৬ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। দীপ্তি শর্মার ফাইফারে ইংল্যান্ড বিপর্যস্ত হয়ে পড়ে। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া ১৮৬ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। জিততে হলে ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে তুলতে হত ৪৭৯ রান। সেখানে ১৩১ রানেই অলআউট হয়ে যায় হেদার নাইটের দল। ৩৪৭ রানের বিরাট ব্যবধানে জিতল হরমনপ্রীত কৌরের ভারত।

এই জয়ের ফলে ভারতীয় টিম ২৫ বছর আগে শ্রীলঙ্কার গড়া রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে অবধি মেয়েদের ক্রিকেটে ১৯৯৮ সালে কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে ২০৯ রানের ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা। এ বার সেই রেকর্ডও ভেঙে চুরমার করে দিলেন দীপ্তি-স্মৃতিরা।

ঘরের মাঠে হেদার নাইটের ইংল্যান্ডকে হারানোর জন্য ভারতের মেয়েরা সময় নিয়েছেন মাত্র দেড় ঘণ্টার মতো। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দীপ্তি শর্মা। দ্বিতীয় ইনিংসে তিনি নেন ৪টি উইকেট। ৩টি উইকেট পূজা বস্ত্রকারের এবং ২টি উইকেট রাজেশ্বরী গায়কোয়াড় ও ১টি উইকেট রেনুকা সিংয়ের। দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন দীপ্তি শর্মা।

উল্লেখ্য, ২০০৬ সালের মার্চ থেকে ভারতীয় মহিলা ক্রিকেট টিম টেস্টে অপরাজিত। ২০০৬ সাল থেকে এখনও অবধি ভারতের মেয়েরা সাদা জার্সিতে ৭ ম্যাচ খেলেছে। তাতে জয় ৪টি ও ড্র ৩টিতে।